জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জি বাংলায় আসছে নতুন সিরিয়াল! কবে থেকে দেখা যাবে এই ধারাবাহিক? তবে, টেলি জগতের কোন গল্প শেষ হতে চলেছে?

বিরাট দুঃসংবাদ! বাংলার টেলিভিশন জগতের কোন এক সিরিয়ালে পড়তে চলেছে যবনিকা। এই বছরের শুরুর দিক থেকেই টলিপাড়ায় বেশ কয়েকটি নতুন সিরিয়ালের আগমন ঘটেছে। যার ফলে, খুব স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই শেষ হয়েছে এক গুচ্ছ পুরোনো সিরিয়াল (Serial)

বিশেষত, জি বাংলায় গত মাসেই প্রায় একসঙ্গে তিনটি সিরিয়াল শুরু হয়েছে। বলাই বাহুল্য, এর মধ্যে ধীরে ধীরে সেইসব গল্পগুলি দর্শকদের মন জয় করতে শুরু করেছে। এমনকি, টিআরপি’র তালিকাতেও নিজের জায়গা করে নিচ্ছে।

তবে, এইসব কিছুর মধ্যেই জি বাংলায় আবার দেখা যায় নতুন ধারাবাহিকের ছোট্ট টিজার। সিরিয়ালের নাম ‘ইচ্ছাধারী নাগকন্যা’। প্রসঙ্গত, ছোট পর্দায় সিরিয়ালের দর্শকদের মধ্যেও রয়েছে ভেদাভেদ। কিছু, দর্শকের যেমন পছন্দ বর্তমান সমাজের প্রাসঙ্গিক গল্প আবার তেমনই কিছু দর্শকদের পছন্দ পৌরাণিক কিংবা অলৌকিক গল্প।

তাই, নতুন ধারাবাহিকের টিজার দেখা মাত্রই দর্শকদের এক বড় অংশ আগ্রহী হয়ে ওঠে। টেলিপাড়াসহ দর্শকদের মধ্যে এখন জোর আলোচনা কাকে দেখা যাবে নাগিনীর চরিত্রে? কারোর কারোর মতে, এই সিরিয়াল নাকি কোনো ডাবিং ধারাবাহিক নয়। এটা অরজিনাল বাংলা সিরিয়াল হতে চলেছে।

টেলিপাড়া জোড় গুঞ্জন পল্লবী শর্মা কিংবা রুকমা রায়কে দেখা যেতে পারে এই ধারাবাহিকে। তবে, ইন্ডাস্ট্রির একাধিক শিল্পীদের মতে ‘ইচ্ছাধারী নাগকন্যা’ কোনো নতুন গল্প নয়। চ্যানেলের তরফ থেকে নতুন কোনো সিরিয়ালের খবর নেই। দেখা যাক প্রথম প্রমোতে কোন অভিনেত্রীকে দেখা যায়?

Piya Chanda

                 

You cannot copy content of this page