জি বাংলা (Zee Bangla)-র জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta) একেবারে জমজমাট পর্বের মধ্যে দিয়ে এগোচ্ছে। প্রথম দিন থেকেই এই ধারাবাহিকের মূল আকর্ষণ ছিল পারুল ও রায়ান জুটি। গ্রামের মেয়ে পারুল কীভাবে পড়াশোনা করতে শহরে আসে, তার নতুন নতুন লড়াই, আর শহরের ধনী পরিবারের ছেলে রায়ানের সঙ্গে তার বিবাহ – সব কিছু নিয়েই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। বর্তমানে ধারাবাহিকের গল্প একেবারে অন্য মোড় নিয়েছে। পারুল-রায়ানের দাম্পত্য জীবনেও এসেছে টানাপোড়ন।
গত পর্বে দেখা গিয়েছে, পারুলের কলেজের ফি দেওয়ার জন্য প্রিন্সিপাল স্যার এগিয়ে আসেন। কিন্তু পারুল সেই টাকা নিতে নারাজ। সে স্পষ্ট জানিয়ে দেয়, গুরুর ঘরে থেকে পড়াশোনা করে সে যেমন শিক্ষা গ্রহণ করছে, ঠিক তেমনই দক্ষিণা না দিয়ে সে নিজের দায়িত্ব পালন করবে। অন্যদিকে বাড়িতে চলছে রায়ানের নতুন বিপ্লব। রায়ান ঠিক করে ফেলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে তৈরি সে। ভাই ওমা অনেক বোঝালেও রায়ান নিজের সিদ্ধান্তে অনড়। শেষে পারুল ফোনে জানতে পারে সমস্ত ঘটনা।

পারুল রায়ানকে বোঝাতে ফোন করলেও সে একেবারেই তার সিদ্ধান্তে অটল। এরপর রায়ান শিরিনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে দাদুর সঙ্গে তার প্রবল তর্ক বাধে। দাদু তাকে জানিয়ে দেয়, যদি সে সত্যিই বাড়ি ছাড়ে তাহলে তাকে ত্যাজ্য করে দেবেন। কিন্তু রায়ানের জবাব আরও কঠিন। সে জানিয়ে দেয়, তার কোনো সম্পত্তির লোভ নেই। দাদুর একতরফা সিদ্ধান্ত, বাড়ির নিয়ম-কানুন, পারুলকে বিয়ে দেওয়া, আবার দূরে সরিয়ে রাখা – সব মিলিয়ে সে একপ্রকার দমবন্ধ হয়ে পড়েছে এই বাড়িতে। তাই এবার সে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেই।
পরিণীতা আজকের পর্ব ৬ এপ্রিল (parineeta today episode 6 april)
আজকের পর্বে দেখা যাবে, রায়ান ও শিরিন যখন সত্যিই বাড়ির বাইরে চলে যেতে চায়, তখন তাদের পথ আটকায় পারুল। এক হাতে মোটা লাঠি নিয়ে সে দাঁড়িয়ে জানিয়ে দেয়, বাড়ির বাইরে এক পা ফেললেও সে রায়ানের পা ভেঙে দেবে। রায়ান রাগে ফুঁসতে থাকে। সে পারুলকে দেখে বলে, সে কে যে এইভাবে তার রাস্তা আটকাবে? তখন পারুল জানায়, দাদুর একটু বকা খেয়ে সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বাড়ি ছেড়ে গিয়ে কি করবে? কী খাবে? তাই সে নিজের স্বামীকে বাড়ি ফিরিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুনঃ মিঠাইয়ের শাক্যর নতুন ইনিংস! এবার হিন্দি সিনেমায় মিঠাই সিদ্ধার্থর ছেলে ধৃতিষ্মান চক্রবর্তী!
এখন দেখার বিষয়, পারুল কি সত্যিই পারবে রায়ানকে ফের বাড়ির মধ্যে ফিরিয়ে আনতে? নাকি রায়ান নিজের জেদে অটল থেকে সত্যিই বাড়ি ছেড়ে নতুন জীবন শুরু করবে? ‘পরিণীতা’ (Parineeta)-র এই উত্তেজনাপূর্ণ পর্বে দর্শকদের কৌতূহল তুঙ্গে। আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য।