একই চরিত্র, দুই অভিনেত্রী। একজনের ছবি সদ্য মুক্তি পেয়েছে, অন্যজন প্রস্তুত হচ্ছেন একই নামের চরিত্রে অন্য এক সিনেমার জন্য। কথা হচ্ছে ‘নটী বিনোদিনী’ (Binodini) -কে নিয়ে। কিছুদিন আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’, আর এবার সেই চরিত্রেই আসতে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) , সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ (Lawho Gouranger Naam Re) -তে। ইতিমধ্যেই দর্শক মহলে শুরু হয়েছে তুলনা—কে হতে চলেছেন আসল ‘বিনোদিনী’? রুক্মিণী না শুভশ্রী?
পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, শুভশ্রীই ছিলেন তাঁর প্রথম পছন্দ। চার বছর আগেই নাকি এই ভাবনা ছিল তাঁর মাথায়। সেই সময় নানা কারণে কাজটা হয়নি, কিন্তু এবার জগন্নাথের ইচ্ছাতেই শুভশ্রী তাঁর ‘বিনোদিনী’ হতে চলেছেন বলে জানিয়েছেন পরিচালক। কিন্তু এরই মাঝে অন্য একটি প্রশ্নও মাথা চাড়া দিয়েছে—যেখানে রুক্মিণীর অভিনয় ইতিমধ্যেই প্রশংসিত, সেখানে শুভশ্রীর ‘বিনোদিনী’ কি আদৌ তার ধারে কাছে যেতে পারবে? না কি তাকেও ছাপিয়ে যাবে?

এই তুলনার মাঝেই শুভশ্রীর ঠান্ডা মাথার জবাব, “রুক্মিণী আমার থেকে অনেকটাই জুনিয়র। নিশ্চয়ই মন দিয়ে কাজ করেছে, তবে আমি ওর কাজ এখনও দেখিনি। তাও বলব, এই বিতর্কের ইতি হওয়া উচিত। কারণ ‘লহ গৌরাঙ্গের নাম রে’ শুধুমাত্র বিনোদিনীকে নিয়ে নয়, এর প্রেক্ষাপট অনেক বিস্তৃত।” তাঁর মতে, অভিনয় মানেই প্রতিযোগিতা নয়, বরং একে অপরের কাজকে সম্মান জানানো। তবে শুভশ্রী থেমে নেই। ‘বিনোদিনী’ হয়ে ওঠার জন্য এখনই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।
২০২১ সালেই প্রথমবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ঘোষণা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে এই ছবির সম্ভাব্য কাস্টিং নিয়ে জোর গুঞ্জন শুরু হয় ইন্ডাস্ট্রিতে। শোনা গিয়েছিল, ব্রাত্য বসু, পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণা সাহা এবং প্রিয়াঙ্কা সরকার থাকছেন এই ছবিতে। এমনকি বিনোদিনী চরিত্রে প্রিয়াঙ্কার লুক টেস্টও হয়ে গিয়েছিল বলে খবর। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে পরে সৃজিত নিজেই জানান, তাঁর ‘বিনোদিনী’ হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুনঃ রায়ান-শিরিন মজা করে পার্টিতে ব্যস্ত, আর পড়াশোনার খরচ চালাতে পারুল নামলো ফুড ডেলিভারির কাজে!
যিনি নাকি এই চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন শুরু থেকেই। শুভশ্রী রাত জেগে পড়ছেন ‘নটী বিনোদিনী: আমার কথা’, সেই সঙ্গে নিজেকে চরিত্র অনুযায়ী গড়ে তুলতে মন দিয়েছেন শরীরচর্চায়ও। সূত্র বলছে, ডায়েটে এনেছেন বড়সড় পরিবর্তন। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতেই চলছে এই পরিশ্রম। এখন প্রশ্ন একটাই—একই চরিত্র, দুই ব্যাখ্যা, দুই অভিনেত্রী। আপনার চোখে কে হয়ে উঠবেন সেরা বিনোদিনী? রুক্মিণীর পরিণত রূপ, না কি শুভশ্রীর আত্মনির্মিত আত্মবিশ্বাস?