জি বাংলার(Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘পরিনিতা’ (Parineeta) প্রতিদিনই দর্শকদের কাছে এক নতুন মাত্রা যোগ করছে। পারুল আর রায়ানের সম্পর্কের জটিলতা, আশুতোষ বসুর রহস্য, আর পারুলের লড়াইয়ের গল্প যেন প্রতিটা দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে। একদিকে পারুলের আত্মসম্মান আর কর্তব্যবোধ, অন্যদিকে রায়ানের জেদ আর শিরিনের উপস্থিতি—সব মিলিয়ে এই ধারাবাহিক বর্তমানে বেশ জনপ্রিয়।
গত পর্বে দেখা গিয়েছিল, পারুল রাতে রায়ানদের বাড়ি গিয়েছিল কারণ রায়ান বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তার ভাই ফোন করে পারুলকে সেখানে যেতে বলে। সেখানে গিয়ে দেখা যায় আশুতোষ বসুর শরীর খারাপ হয়ে পড়েছে। পারুল ডাক্তার ডাকতে গিয়ে দেরি করে ফেলে। বাড়ি ফিরে প্রিন্সিপাল স্যার জানতে চান এত রাতে কোথায় গিয়েছিল পারুল। সব শুনে প্রিন্সিপাল স্যার প্রশ্ন করেন, এত অপমান সত্ত্বেও সে কেন ওই বাড়িতে গেল। পারুল জানায়, কর্তব্যের তাড়নাতেই সে গিয়েছিল। এরপর প্রিন্সিপাল স্যারের কথায় পারুলের মনে সন্দেহ জাগে, আশুতোষ বসুকে কি তিনি আগে থেকেই চিনতেন?

অন্যদিকে দেখা যায়, পারুল খুব চিন্তায় আছে কীভাবে এত তাড়াতাড়ি টাকা জোগাড় করবে। কলেজে দেরি করে পৌঁছায় সে। বন্ধুরা জানতে পারে পারুল হেঁটে কলেজ এসেছে কারণ তার কাছে একটাও টাকা নেই। বন্ধুরা তাকে খাবার ডেলিভারির কাজের কথা বলে, যেখানে সে সাইকেল নিয়ে কাজ করতে পারবে। বন্ধু সাইকেল দিতে রাজিও হয়। এইদিকে রায়ান এবং শিরিন কলেজে এসে সবাইকে জানায় তারা এখন লিভ-ইন সম্পর্কে রয়েছে এবং সবাইকে আইসক্রিম খাওয়াবে। এই ঘটনা পারুলের কাছে খুবই অপমানজনক মনে হয়। সে রায়ানকে জানায়, বিয়ে করা স্ত্রী জীবিত থাকাকালীন অন্য সম্পর্কে জড়ানো একদম উচিত নয়।
পরিণীতা আজকের পর্ব ৮ এপ্রিল (parineeta today episode 8 april )
আজকের পর্বে শুরু হবে নতুন টুইস্ট। দেখা যাবে পারুল অবশেষে খাবার ডেলিভারির কাজটা পেয়ে গিয়েছে। সে এই কাজ দিয়ে নিজের টাকার সমস্যা কিছুটা মেটানোর চেষ্টা করবে। অন্যদিকে বড় বিপদ ঘনিয়ে আসছে রায়ানের জীবনে। যে ফ্ল্যাটে রায়ান আর শিরিন একসাথে থাকছে, সেই ফ্ল্যাটের মালিককে খুন করার জন্য তূর্য নামের একজন খুনি ভাড়া করা হয়েছে। তূর্যকে টাকাও দেওয়া হয়ে গিয়েছে। এই খবরে রায়ান সত্যিই বড় বিপদে পড়তে চলেছে।
আরও পড়ুনঃ নেগেটিভ চরিত্রে গালমন্দ খেয়ে এবার মিঠিঝোরা ছাড়ছেন নীলু ওরফে দেবাদৃতা! ফিরছেন নায়িকা হয়ে
সবচেয়ে বড় প্রশ্ন, এই বিপদ থেকে রায়ানকে কে বাঁচাবে? পারুল কি জানতে পারবে রায়ানের উপর ভয়ঙ্কর হামলা হতে চলেছে? পারুল কি এবারও নিজের কর্তব্যবোধে আবারও ছুটে যাবে রায়ানের প্রাণ বাঁচাতে? আজকের পর্বে দেখা যাবে রোমাঞ্চকর সেই ঘটনাপ্রবাহ। এখন দেখার, পারুলের এই লড়াই কতটা সফল হয়।