জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নেগেটিভ চরিত্রে গালমন্দ খেয়ে এবার মিঠিঝোরা ছাড়ছেন নীলু ওরফে দেবাদৃতা! ফিরছেন নায়িকা হয়ে

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র (Mithijhora) গল্প এখন নানা মোরে জমজমাট হয়ে উঠেছে। এই সিরিয়াল প্রাথমিকভাবে তিন বোনের জীবনের গল্প দেখালেও, পরবর্তীকালে নানা চমকে কাহিনী বয়ে যায় নতুন ধারায়।

তবে, ধারাবাহিকে নীলুকে দেখা গেলেও শৌর্য্যকে দেখা যাচ্ছে না বহুদিন। এদিকে, আবার টলি পাড়ার গুঞ্জন শেষ হতে চলেছে মিঠিঝোরা। নীলুর চরিত্রে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুকে। বলাই বাহুল্য, অভিনেত্রী তার প্রথম সিরিয়াল জয়ী ধারাবাহিক থেকেই যথেষ্ট জনপ্রিয় দর্শকদের কাছে।

Nilu Mithijhora

প্রসঙ্গত, অভিনেত্রী এই সিরিয়ালে পজিটিভ চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে নেতিবাচক চরিত্রে দেখা যায় দেবাদৃতাকে। কিন্তু, এই ধারাবাহিকের গল্পে ষড়যন্ত্রের মাত্রা এতটাই বেড়ে গেছে যে দর্শকরা তাঁকে নানা ধরনের কুমন্তব্য করছে।

এদিকে, বিনোদন জগতে ছোটো পর্দায় আবারও নায়ক হয়ে ফিরছে সকলের প্রিয় ‘ইচ্ছে পুতুল’-এর সৌরনীল অর্থাৎ মৈনাক ব্যানার্জী। এই অভিনেতাকে শেষ দেখা গেছে জি বাংলার স্বল্পমেয়াদী সিরিয়াল ‘কাজল নদীর জলে’।

শোনা যাচ্ছে, মৈনাকই নাকি দেবাদৃতার নায়ক হয়ে আসছে ‘মিঠিঝোরা’য়। এই শুনে দর্শকদের মধ্যে অনেকের মনে প্রশ্ন তবে কি নীলুর জীবনে নতুন মানুষের আগমন হলে বদলে যাবে তাঁর চরিত্র? আবার, অনেকেই মনে করছেন তাহলে কি অভিনেতা সপ্তর্ষি রায়কে একেবারেই আর দেখা যাবে না এই ধারাবাহিকে?

Piya Chanda

                 

You cannot copy content of this page