জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

নতুন ধারাবাহিকে মুখ বদলের গুঞ্জন! ‘চিরদিনই তুমি যে আমার’-এ বদলাচ্ছে নায়িকার মুখ? কে হতে চলেছেন নতুন অপর্না?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ যেন দিন দিন বেড়েই চলেছে। কখনও শোনা যায়, নায়ক আর্যই নাকি ভবিষ্যতের খলনায়ক! আবার কখনও উঠে আসে পুনর্জন্মের রহস্যের গন্ধ। আর সম্প্রতিক সময়ে আরেকটি গুঞ্জনে রীতিমতো শোরগোল পড়ে গেছে দর্শকমহলে। শোনা যাচ্ছে, অপর্ণা চরিত্রে যাঁকে দেখা যায়, অর্থাৎ ‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy) —তাঁকে নাকি আর এই চরিত্রে দেখা যাবে না! অর্থাৎ ধারাবাহিকের মুখ্য চরিত্রের মুখ বদল হতে চলেছে।

এই গুঞ্জনে নড়ে বসেছেন ধারাবাহিকপ্রেমীরা। সম্প্রতি একটি নতুন প্রোমো সামনে এসেছে যেখানে দেখা যায়, আর্য অপর্ণাকে নিজের কেবিনে ডাকেন। অপর্ণা ভাবে, হয়তো তাঁর মতন অর্যরও অনুভূতি তৈরি হয়েছে, এবার সে তাঁর মনের কথা বলবেন। কিন্তু ঠিক সেই সময় এক কর্মচারী এসে জানান, মিসেস সিংহ রায় অসুস্থ হয়ে পড়েছেন, আর্যকে এখনই যেতে হবে। এই ঘটনার পর অপর্ণার মনে সন্দেহ জাগে—যাকে ভালোবাসে, সে কি বিবাহিত? কে এই মিসেস সিংহ রায়?

Tollywood Chirodini Tumi Je Amar serial, Jitu Kamal, Ditipriya Roy, zee bangla, serial, entertainment, television, জি বাংলা, দিতিপ্রিয়া রায়, জিতু কামাল, টলিউড, অভিনেতা, অভিনেত্রী, চিরদিনই তুমি যে আমার

দর্শক মহলে এই দৃশ্যের পরই জল্পনা আরও বাড়ে—তবে কি এবার ধারাবাহিকে নায়িকার পরিবর্তন আসছে? তবে ধারাবাহিক ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই রহস্যময় মহিলা আসলে আর্যের স্ত্রী নন, বরং রায় বাড়ির কর্ত্রী, অর্থাৎ আর্যের মা। আর এই চরিত্রে থাকছেন একজন নতুন মুখ। প্রথমে অভিনেত্রী দেবযানী চট্টোপাধ্যায়ের নাম শোনা গেলেও, পরে জানা যায় এই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী ‘অনিন্দিতা কপিলেশ্বরী’ (Anindita Kapileshwari)কে।

অতীতে অভিনয়ের মাধ্যমে তিনি জীবন্ত করে তুলেছেন প্রতিটি চরিত্রকে, বিশেষ করে মায়ের চরিত্রে তিনি অনবদ্য। তাঁর আগমন নিঃসন্দেহে গল্পে এক নতুন মোড় আনবে। শুধু আর্যর মা নয়, ধারাবাহিকে আসছেন আরও কিছু নতুন চরিত্র। এসব নতুন মুখ আর পুরনো সম্পর্কের মাঝখানে ঠিক কীভাবে গড়ে উঠবে অপর্ণা-আর্যর সম্পর্ক, এই পরিবর্তনে কোন দিকে মোড় নেবে ধারাবাহিকের গল্প, সেই দিকেই তাকিয়ে রয়েছেন দর্শকরা।

সাধারণত ধারাবাহিকে মুখ্য চরিত্র বদল মানেই বড়সড় টুইস্ট। দিতিপ্রিয়া রায় এই চরিত্র থেকে সত্যিই বিদায় নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে নতুন চরিত্রদের আগমনে যে গল্পের গতি বদলাতে চলেছে, তা বলাই বাহুল্য। আপাতত চোখ রাখতেই হবে জি বাংলার পর্দায় শুধুমাত্র ‘চিরদিনই তুমি যে আমার’- এ, কারণ সামনের পর্বগুলো হয়তো নিয়ে আসতে চলেছে বিস্ফোরক চমক!

Piya Chanda