বাংলার সোনার কন্যা ‘মানসী ঘোষ’ (Manasi Ghosh), নিজের কণ্ঠের জাদুতে ছুঁয়ে ফেলেছেন সারা দেশের হৃদয়। সদ্যসমাপ্ত ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’ (Indian idol season 15) -এ বিজয়ীর মুকুট উঠেছে তাঁর মাথায়। আর এই জয়ে ইতিহাস গড়েছেন তিনি, কারণ এই প্রথম কোনও বাঙালি প্রতিযোগী এই জাতীয় রিয়েলিটি শোয়ের ট্রফি নিজের ঘরে তুললেন। ছোটবেলা থেকেই গানকে ভালবেসে আসা মানসীর এই সাফল্যে এখন গর্বিত শুধু পরিবার নয়, গোটা বাংলার সঙ্গীতপ্রেমী মানুষেরা।
মানসীর এই জয় শুধু ক্ষণস্থায়ী নয়, এটা যেন তাঁর সুরেলা কণ্ঠের দীর্ঘদিনের স্বীকৃতি। দমদমের পাইকপাড়ার সরু গলি এখন উৎসবে মেতে উঠেছে, কারণ তাঁদের ঘরের মেয়ে আজ জাতীয় স্তরে বাংলার মুখ উজ্জ্বল করেছেন। চারদিকে বাজছে কাঁসর-ঘণ্টা, আতশবাজির শব্দে মুখর গলি, আর মানুষ শুধুই বলছে—”ওই যে, আমাদের মানসী!” এমন জয় বাংলার আবেগের সঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে।

জয়ীর শিরোপা জেতার পরই মানসীর জীবনে এসেছে বড়সর নতুন মোড়! সূত্রের খবর, ইতিমধ্যেই বলিউড ও টলিউডের বেশ কিছু প্লেব্যাক অফারের প্রস্তাব পৌঁছেছে তাঁর দরজায়। শোনা যাচ্ছে, জনপ্রিয় গায়ক শানের সঙ্গেও একটি গানের রেকর্ডিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি। মানসীর কণ্ঠে রয়েছে ক্লাসিক ঘরানার ছোঁয়া, আবার সেই সঙ্গে আধুনিকতার স্পর্শ, তাঁকে এই ইন্ডাস্ট্রির জন্য উপযুক্ত করে তুলেছে।
শোনা যাচ্ছে শুধু হিন্দি নয়, বাংলা ছবির পরিচালকদের মানসীর প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যেই নাকি নতুন বাংলা সিনেমায় গাইবার প্রস্তাব এসেছে তাঁর কাছে, এমনটাই শোনা যাচ্ছে। অর্থাৎ জাতীয় মঞ্চ কাঁপানো এই গায়িকার কেরিয়ার এখন ঊর্ধ্বগগনে। বড়পর্দার দিকেও এগিয়ে চলেছে মানসী দ্রুত গতিতে। শিল্পীর জীবনে এর চেয়ে ভাল শুরু আর কী বা হতে পারে!
আরও পড়ুনঃ “তোমার আর তিন বেলা খাবারের কথা ভাবতে হবে না!” DBD- এর প্রতিযোগীদের কথা শুনে চোখে জল বিচারকদের, কী বিশেষ ব্যবস্থা নিলেন যীশু?
একদিকে জাতীয় স্তরে প্রাপ্ত সম্মান, আর অন্যদিকে প্লেব্যাকের রঙিন স্বপ্ন—দুয়ের মধ্যেই এখন নিজের নতুন জার্নি শুরু করছেন মানসী ঘোষ। অগণিত অনুরাগীর আশীর্বাদ এবং কঠোর পরিশ্রমের ফলেই তিনি আজ এই উচ্চতায় পৌঁছেছেন। তাঁর কণ্ঠে যে সুর আছে, তা যে আরও বহু মানুষের হৃদয়ে জায়গা করে নেবে, সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। আপাতত অপেক্ষা, তাঁর গাওয়া প্রথম গান কখন দর্শক-শ্রোতার সামনে আসে!