ভালোবাসার অঙ্গীকার! গল্প এলো নয়া মোর। জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকে চলছে এখন টানটান উত্তেজনা। সবে মাত্র একমাস হল শুরু হয়েছে এই সিরিয়াল। আর, এর মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে আর্য-অপর্ণার জুটি।
অসমবয়সী প্রেমের গল্প নিয়ে শুরু এই সিরিয়ালে ইতিমধ্যেই দেখা যাচ্ছে আর্য স্যারের প্রতি টান ও ভালোবাসা অনুভব করছে অপর্ণা। কিন্তু, সে কিছুতেই তাঁর ভালোবাসা প্রকাশ করতে পারছে না।

আর্য স্যারের প্রতিটা ব্যবহারেই মুগ্ধ অপু। এদিকে, আর্য’রও যে অপর্ণাকে ভালো লাগে না এমনটা নয়। অপর্ণার যখন প্রথম বিয়ের কথা শুনে ছিল তখন বেজায় রেগে গেছিল সে। কিন্তু, তাঁর কিছু দিনের মধ্যেই অপর্ণার মা স্যারকে বলে অপুকে বিয়েতে রাজি করাতে।
প্রসঙ্গত, আর্য-অপর্ণার চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়কে। বলাই বাহুল্য, বহুদিন পর এই দুই অভিনেতা অভিনেত্রীকে ছোট পর্দায় দেখে তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন দর্শকেরা। কিন্তু, এদিকে অপর্ণা প্রেমের বহিঃপ্রকাশ করলেও তা গ্রহণ না করেই চলে যান আর্য।
আরও পড়ুনঃ সংবাদপাঠিকা থেকে অভিনয়জগতে জনপ্রিয় মুখ! দর্শকের মনে আজও গাঁথা ‘সুবর্ণলতা’র সেজো বউ চরিত্র, ফের কবে ছোট পর্দায় ফিরবেন স্নেহা?
চ্যানেল কর্তৃপক্ষর থেকে সদ্য প্রকাশ পাওয়া সিরিয়ালের প্রমোতে দেখা যাচ্ছে আর্য অপর্ণাকে বলছে, ‘তোমাকে বিয়ে করতে হবে। তোমার মা-বাবা তোমার জন্য কাউকে পছন্দ করেছেন’। এই শুনে অপর্না অবাক হওয়ার সঙ্গে সঙ্গে বলে ওঠে, ভালোবাসা ছাড়া বিয়ে হয় কি স্যার? এই বিয়েটা আমি করতে পারবো না স্যার’। আবার এদিকে আর্য ‘ওই ছেলেটা তোমায় ভালবাসে’ এই কথা বলে বেরিয়ে যায়। এরপর, ‘আপনি জানতে চান আমি কাকে ভালোবাসি? আমি আপনাকে ভালোবাসি’ এই কথা বলেই কান্নায় ভেঙে পড়ে অপর্ণা। এই প্রমো দেখে এখন অনেকের মনেই ভাবনা তবে কি মিলন হবে না আর্য-অপর্ণা’র?