“তেতো টুকু পার করলেই মিঠের হদিস!” অবশেষে পর্ণা পেয়েছে সেই মিঠে নিম ফুলের মধু। পর্দা থেকে বিদায় নিয়েছে মাত্র কয়েকদিন আগেই, তবে বিদায় নেওয়ার পরেও ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের প্রতি দর্শকের আবেগ কমেনি এতটুকুও। অল্প দিনের মধ্যেই এই ধারাবাহিকের গল্প, চরিত্র, আর পর্ণা-সৃজনের অনবদ্য কেমিস্ট্রি জায়গা করে নিয়েছিল বাঙালি দর্শকের মনে। মেগা শেষ হয়ে গেলেও অনুরাগীরা আজও মনে রেখেছেন দত্তবাড়িকে, সেখানের প্রতিটি সদস্যকেও।
সেই আবেগের ছোঁয়া এবার দেখা গেল ‘নিম ফুলের মধু’ পরিবারের পুনর্মিলনে (Reunion)। কিন্তু কবে, কোথায় আবার একসাথে হলেন তাঁরা? সম্প্রতি এক রিইউনিয়নের ছবি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। দেখা যাচ্ছে, ধারাবাহিকের কলাকুশলীরা আবার একসঙ্গে সময় কাটাচ্ছেন। কেউ এনেছেন কেক, কেউ গপ্পো, আবার কেউ শুধুই ভালোবাসা। যদিও এই আড্ডায় অনুপস্থিত ছিলেন রুবেল দাস, অর্থাৎ আমাদের সৃজন।
শোনা যাচ্ছে, তিনি নতুন ধারাবাহিকের শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য এই গেট-টুগেদারে যোগ দিতে পারেননি। তবে শুধু একমাত্র তিনিই নন, বরং আরো চেনা মুখরাও এদিন অনুপস্থিত ছিলেন। তবে আগন শাড়িতে পর্ণা ওরফে পল্লবী শর্মা ছিলেন ঠিকই। সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণা, অখিলেশ, জেঠু, বড় ছেলে এবং তনুশ্রী চরিত্রে যিনি শেষের দিকে ছিলেন তিনিও।
সকলেই নিজেদের মত করে দিনটি উপভোগ করেন। এদিন সকল অভিনেত্রীকেই শাড়িতে দেখা গেল। তাদের মুখে হাসি, চোখে আনন্দ—সব মিলিয়ে যেন এক মুহূর্তের জন্য হলেও দত্তবাড়ির গন্ধ ফিরে এল। এই রিইউনিয়নের একঝলক ছবি পোস্ট করে পল্লবী লেখেন, “দত্তবাড়ির রিইউনিয়ন।” এই পোস্টের পরেই ভক্তদের আবেগ যেন আরও একবার উথলে উঠল।
আরও পড়ুনঃ লাগল কেমন? তমালের বিয়েতে ঝামেলা পাকাতে এসে ফুলকির হাতে সপাটে থাপ্পড় খেলো ঈশিতা! কী হতে চলেছে ‘ফুলকি’র আগামী পর্বে?
অনেকেই লিখেছেন, “সৃজনকে ভীষণ মিস করলাম”, কেউ আবার বললেন, “এদের আবার পর্দায় একসঙ্গে দেখতে চাই।” অর্থাৎ পর্দা থেকে বিদায় নিলেও, মন থেকে নয়। এখান থেকেই বোঝা যায়, ধারাবাহিক কেবলমাত্র গল্পের সীমায় আবদ্ধ থাকে না। চরিত্রগুলোর সঙ্গে দর্শকের গড়ে ওঠে এক অদ্ভুত সংযোগ। ‘নিম ফুলের মধু’ তার বড় প্রমাণ। রিইউনিয়নের মুহূর্তগুলো সমাজ মাধ্যমে যেন নতুন করে জীবন্ত করে তুলেছে দত্তবাড়ির স্মৃতি।