জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘প্রেমের হ্যাটট্রিক পেরিয়ে সেঞ্চুরির পথে রণজয়!’, ‘কাজের লিস্ট ছোটো, প্রেমের লিস্ট লম্বা’, — ‘অডিশন দিয়ে প্রেমিকা বাছেন নাকি?’ নোংরা কটাক্ষের মুখে রণজয়

টলিউড ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকের গল্প একঘেয়ে হলেও, অভিনেতা, অভিনেত্রীদের প্রেমটা কিন্তু বেশ ডাইনামিক। বিশেষ করে ‘সায়ন্ত মোদক’ (Sayanta Modak) আর ‘অভিষেক বোস’ (Abhishek Bose) এর জীবন যেন একেকটা চলন্ত বাসের মতন, স্টপেজ আসলেই যাত্রী বদল। এইবার সেই তালিকায় উঠে এলেন অভিনেতা ‘রণজয় বিষ্ণুরণ’ (Ranojoy Bishnu)। ট্রায়াল দিয়ে জামা কেনার মতন নাকি প্রেমিকা বদলান তিনি! তার প্রেমের তালিকা তো এখন সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল!

প্রেমের তালিকায় এবার নাম্বার এসে দাঁড়িয়েছে —৭! হ্যাঁ, একেবারে সাত সাতখানা প্রেমিকা। এদিকে কেউ আবার বলছে, এটা নাকি শুধু “ইন্ডাস্ট্রির প্রেমিকা”, বাকি কয়েকজন নাকি পর্দার আড়ালেই থেকে গেছেন। কেউ কেউ তো বলেই ফেলেছেন, “টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের চেয়ে প্রেমে বেশি প্রেম করেছেন রণজয় বিষ্ণু। এক নয়, দুই নয়, সোজা সাত-সাতটা প্রেমিকা!” তালিকায় করা আছেন, শুনলে চোখ কপালে উঠতে বাধ্য!

রণজয়ের প্রেমের তালিকায় কে নেই? অস্মিতা মুখার্জী (২০০৯-১০), থেকে শুরু করে সায়ন্তনী গুহঠাকুর (২০১০-১৩), শিবাঙ্গী শর্মা (২০১৩-১৫), প্রিয়াঙ্কা মন্ডল (২০১৬-১৮), প্রিয়াঙ্কা মন্ডল (২০১৯), সোহিনী সরকার (২০১৯-২৩)—তালিকাটা যেন কলেজের অ্যাটেন্ডেন্স রেজিস্টারের মতো! সবশেষে এবার শ্যামৌপ্তি মুদলির সঙ্গে চলছে ‘নতুন প্রেমের নতুন ধারাবাহিক’। একি প্রেম না প্রেমের মিনি সিরিজ?

নায়ক হিসেবে দর্শক কবে কী মনে রেখেছেন জানা নেই, তবে ‘প্রেমের ধারাবাহিকতায়’ তিনি নিঃসন্দেহে মাইলস্টোন গড়েছেন রণজয়। পর্দায় যত না রোম্যান্স, বাস্তবে তার চেয়ে ঢের বেশি ডেটিং, ঘুরতে যাওয়া আর নতুন প্রেমিকার ইনস্টা স্টোরিতে ফিচার হওয়া। তবে এবার দর্শকরা বলছেন, “রণজয়কে দিয়ে লাভ স্টোরি লিখিয়ে ফেললেই ভালো হয়, অভিনয়ের গল্পে তো উনি আর জমাতে পারছেন না!”

প্রসঙ্গত কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকেও একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচিত হয়েছেন রণজয় ওরফে অনিকেত। তবে এবার পর্দার বাইরের সম্পর্কের তালিকা প্রকাশ্যে আসতেই নতুন করে সমালোচনার ঢেউ তেড়ে আসছে রণজয়ের দিকে। কে জানে, পরের প্রেমিকা কোন ধারাবাহিক থেকে আসছে, নাম না জানা কেউ কি আবার তালিকায় ‘৮ নম্বর’ হয়ে উঠছেন?

Piya Chanda