জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

২৪ ঘন্টায় ১ কেজি ওজন না কমালে শেষ স্বপ্ন! শালিনীর ফাঁদে পড়ে কি ছিটকে যাবে ফুলকি ফাইনাল থেকে? কী হবে এবার?

জি বাংলায় পরিণীতা ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়েই দেখা যাচ্ছে একের পর এক চমক। সম্প্রতি ধারাবাহিক এর প্রভাবে দেখা যাচ্ছে বিনা দোষে পারুলকে কলেজ থেকে বের করে দিতে চাইছে রায়ান-শিরিনরা। এই ধারাবাহিকের গত পর্বে দেখা গেছে, পারুল কলেজে ঢুকতেই বিনা কারণে ঝামেলা শুরু করে দেয় শিরিন।

এমনকি, রায়ানের কথা বলি শিরিন পারুলকে উতক্ত করতে থাকে এবং হাত দিয়ে ঠেলতে থাকে। এমন সময় উত্তেজিত হয়ে পারুল শিরিনকে সপাটে একটা থাপ্পড় মারে এবং সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে পড়ে। আর এই পুরো ব্যাপারটাই ইচ্ছা করে ঘটিয়েছে রায়ানরা, যাতে তাঁরা পারুলের বিরুদ্ধে মিথ্যা প্রমাণ জোগাড় করে তাকে কলেজ থেকে বের করে দিতে পারে।

Tollywood,Zee Bangla, serial Phulki, entertainment, Dibyani Mondal, Abhishek Bose, অভিষেক বোস, টলিউড, জি বাংলা,সিরিয়াল, ধারাবাহিক, ফুলকি, বিনোদন, দিব্যানী মন্ডল

শিরিন মাটিতে লুটিয়ে পড়া মাত্রই রায়হান ও তার বন্ধুরা চারিদিক থেকে পারুলকে ঘিরে ফেলে এবং দোষারোপ করতে থাকে। এরপর শিরিনকে হসপিটালে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে পারুইকে ডি এন স্যারের ঘরে ডাকা হয়। যথারীতি স্যারের সামনে পরীক্ষার মাধ্যমে সেদিনের অবস্থা তুলে ধরলে বাকি ছাত্র-ছাত্রীরা পারুলকে শাস্তি দিতে বলে।

এমন সময় পারুল রাইয়ানদের মধ্যে দোষারোপ মানতে নারাজ হয়ে থেকে দুদিন সময় চায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। অন্যদিকে দেখা যায়, শিরিন চেনা চেনা লোকের সাহায্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে এবং পারুলকে দুরবস্থায় ফেলে সবার সঙ্গে মজা করতে থাকে।

এরপর পারুল বাড়ি ফেরা মাত্রই রায়ান বাইরে সবার কাছে তার বিরুদ্ধে অভিযোগ করতে থাকে। পারুলের এই ধরনের ব্যবহারের কথা শুনে বাড়ির সবাই প্রায় অবাক হয়ে যায়। এমনকি, কেউ বিশ্বাস করতে চায় না পারুল এমন কাজ করতে পারে। এমন সময় পরিবারের কর্তা অর্থাৎ আশুতোষ বাবু মৈনাক এবং তাঁর স্ত্রীকে বলে হাসপাতালে গিয়ে সেদিনের অবস্থা দেখে আসতে। এই কথা শুনে প্রাথমিকভাবে রায়ান কিছুটা হলেও খারাপ হয়ে যায়। কারণ এই ঘটনাটা সবটাই সাজানো।

এই ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, মৈনাক এবং তার স্ত্রী শিরিনের খোঁজ নিয়ে বাড়িতে চলে এসেছে। মৈনাকরা বাড়িতে এসে বলে শিরিন সত্যিই একটা থাপ্পড় খেয়ে কোমায় চলে গেছে। এরপর, পারুল শিরিনের শারীরিক অবস্থার কথা শুনে বলে, আগামী দু দিনের মধ্যে ঠিক প্রমাণ করে দেবে সে এই ঘটনার জন্য দায়ী নয়।

Piya Chanda