জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

শুটিং সেটেই মনের মানুষ! তুমি যে আমার হিরোর সেটে প্রেমে পড়লেন অভিনেতা সায়ক চক্রবর্তী? সোশ্যাল মিডিয়ায় প্রেমের ইজহার!

প্রেম মানে তো আর পরিকল্পনা করে আসে না! কখন, কোথায়, কার সঙ্গে যে চোখে চোখ পড়ে যায়, বলা দায়। ঠিক এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বহু তরুণ-তরুণীর ক্রাশ, অভিনেতা সায়ক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় যাঁর একটি পোস্ট মানেই ভাইরাল হওয়া, সেই সায়ক এবার এমন এক ছবি পোস্ট করেছেন, যার ক্যাপশন দেখে একেবারে কনফিউশন তৈরি হয়ে গিয়েছে নেটপাড়ায়। সত্যিই কি প্রেমে পড়লেন সায়ক?

অভিনয়ে তাঁর সফর শুরু হয় ‘চিরসখা’ ধারাবাহিক দিয়ে। এখন ‘তুমি যে আমার হিরো’ ধারাবাহিকে তাঁকে দেখা যাচ্ছে এক নতুন অবতারে। অভিনয়ের পাশাপাশি রিল ভিডিও, ট্রাভেল ব্লগ, কিংবা নিজের মায়ের সঙ্গে ছোট ছোট মুহূর্ত—সবই ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। সেই সায়ক হঠাৎ করে পোস্ট করলেন একটি ছবি অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়ের সঙ্গে। ক্যাপশন দেখেই শুরু গুঞ্জন।

ছবির ক্যাপশনে সায়ক লেখেন, “এই ছাপোসা সাধারণ মেয়েটিকে কিন্তু আমার পছন্দ হয়েছে। মাকেও জানিয়ে দিয়েছি। আচ্ছা এরকম কারওর সঙ্গে হয়েছে যে দাদার বিয়েতে গিয়ে দাদার শালিকে ভাল লেগেছে?” ব্যস, এতেই শুরু জল্পনা! অনেকেই ভাবতে শুরু করেন, তবে কি সত্যিই শুটিংয়ের ফাঁকে প্রেমে পড়েছেন সায়ক? তাঁর ‘মনমুগ্ধ’ হাসি দেখে আরও বিভ্রান্ত হয়েছেন অনুরাগীরা।

কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, এই প্রেমের গন্ধটা এসেছে পর্দার গল্প থেকে। কারণ এই অনুরাধা মুখোপাধ্যায়ই ‘তুমি যে আমার হিরো’ ধারাবাহিকে নায়িকা আরশির দিদির চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকের কাহিনিতেই দেখানো হচ্ছে যে, সায়কের চরিত্রটি আরশির দিদিকে পছন্দ করে ফেলে। আর সেই গল্পকে বাস্তবের ছোঁয়ায় মিশিয়ে নেটদুনিয়ায় চমক দিয়েছেন সায়ক।

বাস্তবে যদিও এখনো সায়কের প্রেম নিয়ে কোনও সিলমোহর নেই, তবে তাঁর এই পোস্ট নিঃসন্দেহে একেবারে শুটিং সেট থেকে উঠে আসা মজার মুহূর্ত। ভক্তদের সঙ্গে নিজের শ্যুটিং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পাশাপাশি, ধারাবাহিকের গল্প নিয়েও চমক জারি রাখলেন অভিনেতা। ইনস্টাগ্রামে এমন হিউমার মেশানো কনটেন্ট যে কীভাবে দর্শকদের হৃদয় জিতে নেয়, তা সায়ক আবারও প্রমাণ করে দিলেন।

Piya Chanda

                 

You cannot copy content of this page