জি বাংলার ‘ফুলকি’ (Phulki) তে ঘুমের মধ্যে মায়ের ঘুমপাড়ানি গান শুনে কেঁদে উঠছে ফুলকি। রোহিত (Abhishek Bose) যতই বোঝাক, ফুলকি (Devyani Mondal) বলে তার মন বলছে কিছু একটা সত্যি হতে চলেছে। একদিকে খবরের কাগজে ধানুর নাম দেখে ছেলের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে যান ছোট রানী মা। অন্যদিকে রুদ্র (Sudip Sarkar) হাতে পেয়েছে সেই কাগজ, যেখানে লেখা ফুলকির জন্মের কথা লেখা, সব কিছু মিলিয়ে রহস্যের জাল ঘন হচ্ছে ধারাবাহিকে।

সম্প্রতি পর্বে দেখা গেল রাজমহল এস্টেটের বড় রানী মা মানসিক ভারসাম্যহীন আর ছোট রানী মা নিজে রায়চৌধুরী বাড়িতে হাজির হলেন, বিয়ের প্রস্তাব আর আর সোনার হার নিয়ে। আর ধানু এতকিছু দেখে সে জ্ঞান হারাল! যেন রূপকথা সত্যি হয়ে ধরা দিচ্ছে তাঁর দরজায়। কিন্তু এর মাঝেই প্রশ্ন, কে আসলে রাজমহলের একমাত্র উত্তরসূরী? ধানুর সাথে বিয়ে কি কোনও বড় পরিকল্পনার প্রথম ধাপ? রাজবাড়িতে লুকিয়ে অতীতের কোন রহস্য?
জি বাংলার সদ্য প্রকাশিত নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, রায়চৌধুরী পরিবারের সকলে হাজির হয়েছেন রাজবাড়ীতে। ছোট রানী মা নিজে ফুলকিকে নিয়ে যান কুলদেবতা নৃসিংহ দেবের সামনে। ঠাকুরের সামনে দাঁড়িয়ে ফুলকি কাঁদতে কাঁদতে প্রার্থনা করে—”জীবন তো সবই দিলে, মা টাও দিতে পারতে।” সেই আবেগঘন মুহূর্তেই হাজির হন বড় রানী, আর বলেন, “আমি জানতাম তুই একদিন আসবি!”
আরও পড়ুনঃ অপুর ভালো চায় আর্য! আর্যর কাণ্ডে ধরা পড়ল শম্ভু বাবুর আসল চরিত্র! তবে, কি মাঝপথেই আটকে যাবে অপর্ণার বিয়ের আয়োজন?
ফুলকিকে দেখে আবেগে ভেঙে পড়েন তিনি, এবং তাকে নিজের মেয়ে বলে ভাবতে থাকেন। কিন্তু এত সহজে শেষ হবে না গল্প! বড় রানীর আবেগে জল ঢেলে ছোট রানী মা জানিয়ে দেন—”তোমার মেয়ে অনেক আগেই মারা গেছে!” এবার কি তবে সামনে আসবে ফুলকির জীবনের সবচেয়ে বড় সত্যি? বড় রানীর মেয়ে, রাজকন্যার কি আসলেই ফুলকি? উত্তেজনার পারদ চড়ছে ফুলকি প্রেমীদের! এরপর কি হয় জানতে চোখ রাখুন জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যে ৭:৩০ ‘ফুলকি’তে।