জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জুড়তে না জুড়তেই ভাঙার শব্দ! টলিপাড়ায় ফের সম্পর্ক ভাঙনের গুঞ্জন! আলাদা পথেই হাঁটছেন রাজদীপ-তন্বী?

একটা সময় ছিল, যখন টলিপাড়ায় প্রেম, ব্রেকআপ, বিয়ে—সব খবর নিয়েই দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। এখন সোশ্যাল মিডিয়ার যুগে সেই কৌতূহল আরও দ্বিগুণ হয়েছে। সেলেবদের একটা ক্যাপশন, একটা পোস্ট, একটা ইনস্টা স্টোরি ঘিরেই শুরু হয়ে যায় গুঞ্জন। আর এই মুহূর্তে ঠিক তেমনই চর্চায় রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায়। তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জনের ঢেউ উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরেই। যদিও মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই।

সম্প্রতি তন্বী লাহা রায় তাঁর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট করেছেন, যার ক্যাপশন ঘিরেই অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ। “সব সম্পর্ক শেষ হয়ে যায় না, কিছু সম্পর্ক থেমে যায় শুধু…”, “ভালোবাসা থাকলেই সবকিছু ঠিক হয় না…”—এই ধরনের ইমোশনাল লাইনগুলো দেখে অনেকেই ধরেই নিচ্ছেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তবে এটা ঠিক, সোশ্যাল মিডিয়ার ইঙ্গিতকে সব সময় সত্য বলে ধরা যায় না। কিন্তু যখন সেই পোস্টের সঙ্গে দীর্ঘদিনের প্রেমিক রাজদীপকে একেবারেই দেখা যাচ্ছে না, তখন তো সন্দেহ জাগে বৈকি!

তবে ঠিক কী হয়েছে তা এখনও স্পষ্ট নয়। রাজদীপ এবং তন্বী কেউই এখনও তাঁদের সম্পর্ক ভাঙার কথা বলেননি। তাঁরা এখনও একে অপরকে ফলো করেন ইনস্টাগ্রামে। একসঙ্গে তোলা ছবিগুলো এখনও তাঁদের প্রোফাইলে দেখা যাচ্ছে। তবে ইদানিং তাঁরা একে অপরের কোনও পোস্টে কমেন্ট বা রিঅ্যাকশন দিচ্ছেন না—যা তাঁদের অনুরাগীদের চোখ এড়ায়নি। তাতেই জল্পনা আরও গাঢ় হয়েছে। এদিকে সংবাদমাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাজদীপ ও তন্বী কেউই কোনও মন্তব্য করতে চাননি বলেই সূত্রের খবর।

এখানে উল্লেখযোগ্য যে রাজদীপ এর আগেও বেশ কয়েকটি সম্পর্কে ছিলেন, এবং তন্বীও অতীতে এক সম্পর্কে ছিলেন। তবে তাঁদের প্রেমের গল্প প্রকাশ্যে আসার পর তা ভক্তদের মধ্যে বেশ আনন্দ ছড়িয়েছিল। তাঁদের কেমিস্ট্রি ছিল নজরকাড়া। বিভিন্ন ছবিতে, ক্যাপশনে তাঁদের ভালোবাসার ছোঁয়া ছিল স্পষ্ট। ফলে হঠাৎ করেই এই ধরণের বিচ্ছেদের গুঞ্জন স্বাভাবিকভাবেই মন খারাপ করছে তাঁদের ভক্তদের।

প্রসঙ্গত, বর্তমানে তন্বী লাহা রায়কে দেখা যাচ্ছে জি বাংলার নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ। সেখানে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের সঙ্গে একটি ত্রিকোণ প্রেমের গল্পে তাঁকে দেখা যাচ্ছে। জিতুর চরিত্রটি দিতিপ্রিয়াকে ভালোবাসে, কিন্তু তন্বীর চরিত্রটি জিতুকে পছন্দ করে। সেই ধারাবাহিকেও যেমন প্রেমের টানাপোড়েন, তেমনি বাস্তব জীবনেও কি তবে তন্বীর সম্পর্কে একই টানাপোড়েন? আপাতত সেই উত্তর লুকিয়ে ভবিষ্যতের গর্ভে। এখন দেখার বিষয়, সত্যিই কি এই তারকা জুটির সম্পর্কে ইতি পড়ছে, নাকি এটা নিছকই এক সোশ্যাল মিডিয়া-ঘেরা গুঞ্জন?

Piya Chanda

                 

You cannot copy content of this page