জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) -য় প্রথমদিকে নিছক অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে অপর্ণার (Ditipriya Roy) জীবনে প্রবেশ করেছিল আর্য (Jeetu Kamal)। সন্তু নামের এক যুবকের সঙ্গে বিয়ে দিতে গিয়ে নিজেই অপর্ণার প্রতি দুর্বল হয়ে পড়ে সে। অপর্ণাও বুঝতে পারে এই ব্যক্তির ছায়াতেই সে খুঁজে পায় নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু বয়সের ব্যবধান, সামাজিক চাপ আর নিজেকে ‘যোগ্য’ না মনে করাই বাধা হয়ে দাঁড়ায় এই প্রেমের পথে।
গল্প এগোয়, আর্য নিজের ভালোবাসাকে চেপে রাখতে গিয়ে বিয়ে দিতে চায় অপর্ণাকে অন্য কারও সঙ্গে। তবে গল্পে শুধু প্রেম নয়, আছে অনেক রহস্য। ‘রাজনন্দিনী’ নামক এক চরিত্র, যার সঙ্গে আর্যর অতীত জীবনের যোগসূত্র রয়েছে, তা নিয়েও দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে। একদিকে পুনর্জন্মের ইঙ্গিত, অন্যদিকে আর্যকে ভিলেন দেখানোর সম্ভাবনা—সব মিলিয়ে টানটান উত্তেজনা।

কে এই রাজনন্দিনী? অপর্ণার দুঃস্বপ্ন আর আর্যর গোপন অতীত, এই দুইয়ের মিলনেই কি সূচনা হবে নতুন অধ্যায়? এবার জি বাংলার সদ্য প্রকাশিত প্রোমোতে দেখা গেল অপর্ণা ও আর্যের মধ্যে তুমুল মান-অভিমানের পর্ব। চিন্তায় ডুবে থাকা আর্যকে দেখে অপর্ণা ওষুধ খেতে বলে। রাগে অপর্ণাকে ঠেলে সরিয়ে দিতে গিয়ে নিচে পড়ে যায় জলের গ্লাস, মুহূর্তের মধ্যে ভেঙে যায় সেটি।
আর সেই কাঁচ তুলতে গিয়ে কেটে যায় অপর্ণার হাত। সেই রক্ত দেখে আর্য যেন মুহূর্তেই বদলে যায়! তাঁর অভিমান মিলিয়ে গিয়ে জায়গা নেয় উদ্বেগ, আর সহানুভূতি। তাহলে কি এবার দু’জনের দূরত্ব কমে আসছে কাছাকাছির পর্বে? সমাজের বাধা, পারিবারিক ষড়যন্ত্র, অতীতের রহস্য, সব পেরিয়ে কি জয় হবে প্রেমের?
আরও পড়ুনঃ ধরা পড়ে যাবে বুঝেই পালানোর ছক তূর্যর! পালাতে গিয়ে সমীরণের মুখোমুখি হয়ে আহত হয় সে! রায়ানের থিয়েটার স্বপ্নে সঙ্গী হল পারুল! এবার কি তবে কাছাকাছি আসার গল্প শুরু?
জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক ক্রমশই দর্শকদের উত্তেজনা বাড়িয়ে চলেছে। একদিকে অপর্ণার পুনর্জন্মের রহস্য অন্যদিকে আর্যর অতীত, সব মিলিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’-এ আজ রাতে কী চমক অপেক্ষা করছে অপর্ণা-আর্যর জীবনে, সেটাই দেখতে হলে চোখ রাখতে হবে ঠিক সন্ধ্যে ৬:৩০ এ জি বাংলার পর্দায়।