জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ সময় ধরে চলল অস্ত্রপচার, পবনদীপের জীবন ঘিরে আশঙ্কা! কাঁপা কণ্ঠে প্রেমিকা অরুণিতা জানালেন, ‘মৃ’ত্যুর সঙ্গে লড়ছে ও!’

সোমবার ভোররাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন ‘ইন্ডিয়ান আইডল ১২’-র (Indian Idol 12) বিজয়ী (Winner) ‘পবনদীপ রাজন’ (Pawandeep Rajan) । নিজের বাড়ি উত্তরাখণ্ড থেকে আহমেদাবাদের একটি শো-এর উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। এক সময় মাঝরাস্তায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁর গাড়ির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সঙ্গে থাকা পবনদীপের বন্ধু অজয় মেহরা এবং চালক রাহুল সিংহও গুরুতর আহত হন। দু’র্ঘ’টনার পর তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে পবনদীপের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রায় ছয় ঘণ্টা ধরে চলে তাঁর অস্ত্রোপচার। গায়কের হাত-পা ভেঙে গেছে এবং মাথাতেও গুরুতর চোট লেগেছে বলে জানা গেছে চিকিৎসক সূত্রে, আগামী কয়েকদিন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তাঁর এই চোটের জেরে ভবিষ্যতে কর্মজীবন কতটা ব্যাহত হবে, তা এখনই বলা সম্ভব নয়। তবে চিকিৎসকরা আপাতত তাঁর শারীরিক স্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এই ঘটনার পর সমাজ মাধ্যমে অনুরাগীমহলে উদ্বেগ ছড়িয়েছে পড়েছে।

বিশেষ করে পবনদীপের ঘনিষ্ঠ সহশিল্পী ও গায়িকা অরুণিতা কাঞ্জিলালের প্রতিক্রিয়া ঘিরে শুরু হয়েছে আবেগের স্রোত। প্রসঙ্গত অরুণিতা কাঞ্জিলাল ও পবনদীপ রাজনের সম্পর্কের জল্পনা বহুদিন ধরেই ঘুরছে সমাজ মাধ্যমে। ‘ইন্ডিয়ান আইডল ১২’–এর মঞ্চে তাঁদের বন্ধুত্ব থেকেই শুরু হয় সেই চর্চা, যা সময়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়েছে বলে মনে করেন অনেক অনুরাগী। যদিও তাঁরা একে অপরকে ‘ভাল বন্ধু’ বলেই পরিচয় দিয়ে এসেছেন এতদিন, তবুও তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যাওয়া।

একে অপরের পোস্টে নিয়মিত প্রতিক্রিয়া দেওয়া, সবই ইঙ্গিত দিয়েছে অন্যকিছুর। এমনকি সূত্রের দাবি, তাঁদের সম্পর্ক বিবাহের দিকেও এগোচ্ছে। এই দুর্ঘটনার পর অরুণিতার উদ্বেগভরা পোস্ট আরও একবার তাঁদের সম্পর্ক প্রমাণ করল। তিনি এদিন লেখেন, “সবাই পবনদীপের জন্য প্রার্থনা করুন। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে।” অপর একটি পোস্টে পবনের সঙ্গে একটি ছবি দিয়ে লেখেন, “তোমাকে মিস করছি!”—এই দুটি পোস্টে অরুণিতার উদ্বেগ, ভালোবাসা আর সম্পর্কের গভীরতার আঁচ যেন স্পষ্ট।

Piya Chanda