জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বাংলা ধারাবাহিকের রানী জগদ্ধাত্রী! নিজের স্থান হারালো পরিণীতা, আউট কথা, গীতা

প্রতিদিন কাজের ফাঁকে, সন্ধের পর চা হাতে বসে পড়া টিভির সামনে—এ যেন বাঙালির এক অলিখিত রুটিন। অফিসফেরতা ক্লান্তি হোক বা রান্নার ফাঁকে একটু ফুরসত, বাঙালির জীবনে ধারাবাহিক যেন এক অবিচ্ছেদ্য অংশ। কল্পনার গল্প হলেও তার চরিত্ররা কখন যেন আমাদের আত্মীয় হয়ে ওঠে। তাই ‘জগদ্ধাত্রী’-র দুষ্টের দমন বা ‘ফুলকি’-র লড়াই আমাদের নিজেদের জীবনের প্রতিফলন হিসেবেই ধরা দেয়।

‘পরিণীতা’র নিঃশব্দ প্রতিবাদ হোক বা ‘রাঙামতি’-র ঘরের টানাপোড়েন—সবকিছুই যেন আমাদের আশেপাশের পরিচিত চেনা গল্প। ফলে একটা চরিত্র কষ্ট পেলে আমরাও কাঁদি, কারও সাফল্যে আমরাও হাততালি দিই। আর এই আবেগই বেছে দেয় কোন ধারাবাহিক আমাদের হৃদয়ে স্থান করে নেবে। তাই এই ধারাবাহিকগুলোর প্রতি ভালোবাসা শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের আত্মিক বন্ধনের প্রতীক।

প্রতিটা সপ্তাহে টেলিভিশন জগতে চলে এক অদৃশ্য যুদ্ধ। দর্শকের চোখে কে এগিয়ে, কে পিছিয়ে—তা নির্ধারণ করে দেয় টিআরপি (TRP)। কোন গল্প বেশি মন ছুঁয়েছে, কোন চরিত্র দর্শকের হৃদয় জয় করেছে—সবকিছুরই প্রতিফলন ঘটে এই তালিকায়। ফলে টিআরপি লিস্ট শুধু ধারাবাহিকের সাফল্যের সূচক নয়, বরং তা দর্শকের ভালোবাসার পরিমাণও মাপে।

এই সপ্তাহের টিআরপি লিস্টে প্রথম স্থান অধিকার করেছে ‘জগদ্ধাত্রী’ (7.1)। অ্যাকশন, আবেগ আর জাস্টিস—এই তিনের মিশেলে ধারাবাহিকটি দর্শকের হৃদয় ছুঁয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ ও ‘পরশুরাম’—দুজনেই 6.1 নম্বর পেয়ে যুগ্মভাবে অবস্থান করছে। তৃতীয় স্থানে ‘পরিণীতা’ (6.0), চতুর্থ স্থানে ‘রাঙামতি’ (5.6) এবং পঞ্চম স্থানে ‘চিরদিনই তুমি যে আমার’ (5.4)।

এই সপ্তাহের টিআরপি লিস্ট এক নজরে (TRP List)

  1. জগদ্ধাত্রী – 7.1
  2. ফুলকি, পরশুরাম – 6.1
  3. পরিণীতা – 6.0
  4. রাঙামতি – 5.6
  5. চিরদিনই তুমি যে আমার – 5.4

Piya Chanda