জি বাংলার ‘ফুলকি’ (Phulki) তে আজকের পর্বের শুরুতেই দেখা যায় ধানুর বিয়ে আটকে আছে, কারণ ধানু ঠিক করেছে ফুলকি না আসা পর্যন্ত যে পিঁড়িতেই বসবে না! সবাই চিন্তিত কিন্তু ছোটো রাণীমা মনে মনে হেসে বলেন, ফুলকি তো আর কোনও দিনও ফিরবে না। ঠিক সেই মুহূর্তেই ফুলকি এসে হাজির হয় আর সঙ্গে তাঁর বাবা। সবাই ফুলকিকে দেখে খুব খুশি হয় কিন্তু ছোট কুমার আর রানী মায়ের মাথার উপর যেন বাজ পড়ে।
রাগে ফুঁসতে থাকেন রানী মা। ছোট কুমারের ব্যার্থতা নিয়ে আরও ক্ষিপ্ত হয়ে যান তিনি। একটা বিশেষ কাজে বিয়ে ছেড়ে চলে যান তিনি। আর মনে মনে বলে যান, “তোমাকে বাচ্চা ভেবে আমি হালকায় নিয়েছিলাম, কিন্তু না তোমায় তো আমি ছাড়ব না। মনে রেখো আমি রুদ্র নই, রাজমহল এস্টেটের রানী আমি।” ছেলের মায়ের বিয়েতে থাকলে নেই, এই কথা বলে তিনি চলে যান।

অন্যদিকে ফুলকির বাবা কৃতজ্ঞতা জানিয়ে ফুলকিকে নিজের মেয়ের সম্মান দেয়। তারপর দেখা যায়, ধানুকে বিয়ের মণ্ডপে নিয়ে আসে তমাল আর বিহাল। একে অপরের শুভদৃষ্টি দিয়ে শুরু করে সিঁদুরদান পর্যন্ত ভালো ভাবে বিয়েটা সম্পন্ন হয়। রাতে সবাই খেতে বসলে, ঝিনুক ফুলকিকে ডাকতে এসে দেখে যে ফুলকি মন মরা হয়ে দরজার দিকে তাকিয়ে আছে। ঝিনুক জানতে চাইলে সে বলে, রোহিত আসতে পারেনি ঠিক আছে কিন্তু একটা ফোন করতেই পারত।
ঠিক সেই সময়ে রোহিত এসে পৌঁছায়। ফুলকিকে আচমকাই পেছন থেকে এসে চমকে দেয় সে। ফুলকি রোহিতকে পেয়ে খুব খুশি হয়। তারপর নাচে, গানে সবাই মাতিয়ে দেয় ধানু আর আদিত্যর বাসর রাত। আদিত্য বলে এতো আনন্দ সে আগে কখনো করেনি। ধানু বলে ফুলকি আর রোহিতকে একটা নাচ করতে, সে এই স্মৃতি নিয়েই শ্বশুরবাড়ি যেতে চায়। ফুলকি আর রোহিতের নাচের মাধ্যমে শেষ হয় বাসর।
আরও পড়ুনঃ রায়ানের স্বপ্নের নন্দিনী পারুল! রায়ানের এই সিদ্ধান্তে ফেটে পড়ল শিরীনের রাগ! প্রতিশোধের আগুনে জ্বলছে সে! কি করতে চলেছে শিরীন এবার? ‘পরিণীতা’ তে আজকে টানটান পর্ব!
ঘরে গিয়ে এতোদিনে যা যা হয়েছে, রোহিতকে সবটা খুলে বলে ফুলকি। রোহিতকে সে জানায়, রানী মায়ের এলাকায় এতো বড় একটা পাচার চক্র চলছিল আর সেটার খবর রানী মায়ের অজানা। ফুলকি সিদ্ধান্ত নেয় যে নিজে গিয়ে রানী মাকে সবটা বলবে। রানী মায়ের কাছে একটি ফোন আসে এবং তিনি জানতে পারেন, রাজমহলে ফুলকি আসছে। তাঁর মুখের হাসিতেই ইঙ্গিত দিচ্ছে কোনও বিপদের। এরপর কি হতে চলেছে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।