জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ানের স্বপ্নের নন্দিনী পারুল! রায়ানের এই সিদ্ধান্তে ফেটে পড়ল শিরীনের রাগ! প্রতিশোধের আগুনে জ্বলছে সে! কি করতে চলেছে শিরীন এবার? ‘পরিণীতা’ তে আজকে টানটান পর্ব!

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এর আজকের পর্বের শুরুতেই দেখা যায় ইউনিভার্সিটিতে নাটকের অডিশন চলছে। সবাই রায়ানকে খুব করে বলতে থাকে যে তাঁদের পছন্দের চরিত্রে তাঁদেরকেই দিতে হবে। কিন্তু রায়ান সাফ জানিয়ে দেয়, যে সে কোনও পক্ষপাত করবে না! সবাইকেই অডিশন দিতে হবে। আর যে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, তাঁকেই সেই চরিত্র দেওয়া হবে।

অডিশন দিয়ে প্রায় সব চরিত্রই নির্বাচন করা সম্ভব হলেও এখনও থেকে যায় প্রশ্ন, যে কে হবে ‘রক্তকরবী’র নন্দিনী?অধ্যাপক নিজেই কাঁধে দায়িত্ব তুলে নেয়। তিনি বলেন, সব মেয়েরা অডিশন দেবে, দেখে ভালো লাগলে তবেই সিদ্ধান্ত নেব! কিশোর হিসেবে নির্বাচিত অর্ক কে বলা হয় সবার সাথে একে একে নন্দিনী আর কিশোরের সংলাপ বলতে। সবাই অডিশন দেয়, কেউ ভুল উচ্চারণ করে তো কেউ এবার ইংরেজি বলে ফেলে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

কেউই ঠিক মতন সংলাপ বলতে পারেনা। অবশেষে শিরীন আসে আর সে পুরো সংলাপ খুব সুন্দরভাবে বলে দেয়। অধ্যাপক বলেন শিরীনকেই নন্দিনী করা হোক। সবাই একই করা বললেও রায়ান বলে, তাঁর চোখে নন্দিনীর একটা ছবি আছে আর সেই রকম কেউকে সে এখনো পায়নি, সে সাধারণ হয়েও অনন্যা। রায়ান হঠাৎ লক্ষ্য করে পারুল এখনো বাকি, পারুলকে অডিশন দিতে পাঠায়।

পারুল সংলাপের শুরু করতেই সবাই হেসে ফেলে আর শিরীন খোঁচা মেরে বলে, “এই উচ্চারণ নিয়ে তুই রবী ঠাকুরের নাটক করবি!” শিরীন বলে রবি ঠাকুরের লেখার উচ্চারণ ঠিক মতন না হলে সেটা অপমান হয়। কিন্তু পারুলের পাল্টা প্রশ্ন, “রবী ঠাকুরকে তো বিশ্ব কবি বলা হয়, কলকাতার কবি তো না।” পারুল পরিষ্কার করে বলে যে, বিশ্বে আলাদা আলাদা জায়গায় লোকে নিজের ভাষায়, নিজের উচ্চারণে রবি ঠাকুরের লেখা পড়ে থাকেন।

আর নিজেই রবি ঠাকুর শান্তিনিকেতনে কোনও দেওয়াল রাখেননি। উন্মুক্ত করে দিয়েছেন, যাতে দেশ বিদেশের সকলে তাঁর কাছে সমান হয়। পারুল এবার বলে, “রবী ঠাকুর যতটা তোদের, ততটাই আমাদেরও বুঝলি!” অধ্যাপক বলেন পারুলের যুক্তিটা সত্যি, তাই সে নিজের মতন করেই অডিশন দেবে আর কাউকে হাসতে দেখলে সে বাদ নাটক থেকে। এরপর পারুল সংলাপ বলতে থাকে আর তাঁর বলার ধরন আর আবেগ দেখে রায়ান মুগ্ধ হয়ে যায়।

তাঁর চোখে নন্দিনী হিসেবে পারুলের ছবি ভেসে ওঠে। রায়ান জানিয়ে দেয় যে নন্দিনী হবে পারুল! এই ঘটনায় শিরীন খুব রেগে যায়। রায়ানকে বলে তাঁদের সম্পর্ক খাতিরেই নন্দিনী চরিত্র তাঁর পাওয়ার কথা ছিল আর সে ভালো করেই সংলাপ বলেছে। রায়ান বলে, “আমি আগেই বলেছি পক্ষপাত করব না, আর তোর বলার মধ্যে কোনও ভাব ছিলনা পুরোটাই কেমন যেন যান্ত্রিক। পারুলকে হিংসা না করে ওকে দেখে শেখ।”

শিরীন জানিয়ে দেয় সে আর নাটক করবে না, রায়ান কোনও বাধা দেয় না এই বিষয় আরও ক্ষিপ্ত হয়ে যায় শিরীন। সে পারুলের উদ্দেশ্যে বলে, “আমি যখন হতে পারিনি, তোকেও আমি হতে দেব না।” শিরীন সবাইকে রায়ানের বিরুদ্ধে করে দেয়। পরের দিন রায়ান সবাইকে কাজ দিতে গেলে, শিরীন বলে তাঁর তার কোনও কথা শুনবে না। সেখান থেকে সবাই চলে যায়, রায়ান চিন্তায় পড়ে যায় কিভাবে সবটা হবে। পারুল আশ্বাস দেয় যে সে সবটা করে দেবে। আগামীতে কি হতে চলেছে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Piya Chanda