জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কাজ না পেলে আমার কিছু যায় আসে না!” নিজের ওজন বৃদ্ধি নিয়ে স্পষ্ট মন্তব্য টলি অভিনেত্রী অনামিকার!

লাইট-ক্যামেরা-অ্যাকশন-ডায়লগে মোরা বিনোদন জগতে থাকতে হলে মানুষকে অনেক কিছুর মাপকাঠি মেনে জীবনে চলতে হয়। সিনে কিংবা সিরিয়াল দুনিয়ার মানুষদের কাছে ‘দেহ এক মন্দির’, অর্থাৎ, এই পেশাতে নিজেদের যত সঠিকভাবে বজায় রাখতে পারবে ততই কাজের সুযোগ পাবে।

কিন্তু, এই কথা সবাই জানলেও ঠিকভাবে অনেকেই মেনে চলতে পারে না। ফলত, দিনে দিনে কাজ পাওয়ার সুযোগ কমতে থাকে। তবে, বিনোদন জগতের এক পক্ষের এই যুক্তি মানতে চায় না অনেকেই। এদের মধ্যেই একজন হলেন টলি অভিনেত্রী অনামিকা চক্রবর্তী।

image 1

বর্তমানে, অভিনেত্রীকে দেখা যাচ্ছে নতুন রূপে। অনামিকা অভিনেত্রী থেকে হয়ে উঠেছেন এখন ‘ভ্লগার’। অভিনেত্রীকে শেষ দেখা গেছিল জি বাংলার মিঠিঝোরা’ ধারাবাহিকে। তবে, অনেকদিন আগে থেকেই শোনা যাচ্ছে, তিনি কোনো কাজ পাচ্ছেন না। মূলত, তাঁর ওজন বেড়ে যাওয়ার কারণেই এমনটা ঘটছে অভিনেত্রীর সঙ্গে।

তবে এই প্রসঙ্গে উদয়পত্নী বলেছেন, ‘ওজনের জন্য যদি আমার কাজ পাওয়া না পাওয়া নির্ভর করে তাহলে আমার কিছু যায় আসে না। জীবনে অনেক কিছু দেখে ফেলেছি’। অর্থাৎ, তাঁর এই একেবারেই অজুহাত বলে মনে হয়। কারণ, নিজের মধ্যে অভিনয় দক্ষতা থাকলে সেই শিল্পীর কেমন চেহারা তা পুরোটাই ঢেকে যায়।

বলাই বাহুল্য অভিনেত্রীকে ‘এখানে আকাশ নীল’, ‘রাজজোটক’, ‘ফুলমণি’, বেদের মেয়ে জ্যোৎস্না’, মহাপীঠ তারাপীঠ’, জয় জগন্নাথ’-এর মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে। এছাড়াও ‘আবার আসছে শবর’, আড্ডা’, ‘শহরের উষ্ণতম দিনে’, ‘লাভ লেটার’ এবং আরো অনেক সিনেমাতেও দেখা গেছে অনামিকা চক্রবর্তীকে।

Piya Chanda

                 

You cannot copy content of this page