জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

গঙ্গোপাধ্যায় বাড়ির স্বাদহীন জীবনে মুক্তির স্বাদ এনে দেবে ‘কুসুম’! গৃহকর্ত্রী ইন্দ্রানীর জন্মদিন উদযাপনে এ কি করে বসলো সে! জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক কুসুম, কবে থেকে?

গঙ্গোপাধ্যায় বাড়ির রুক্ষ নিয়মের রাজত্বে এবার যেন এক পশলা শান্তির বৃষ্টি হয়ে আসছে কুসুম। জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কুসুম’ (Kusum) -এর প্রথম প্রোমোতে উঠে এসেছিল শক্তপোক্ত পারিবারিক কাঠামোর পরিবর্তন আনতে এক প্রাণচঞ্চল মেয়ের আগমন, এবার দ্বিতীয় প্রোমোতেও সেই চরিত্রই আরও স্পষ্টভাবে ধরা দিল দর্শকের সামনে। সদ্য প্রকাশিত প্রোমোতে (New Promo) দেখা গেল, গঙ্গোপাধ্যায় বাড়িতে প্রস্তুতি চলছে গৃহকর্ত্রী ইন্দ্রানীর জন্মদিন উদযাপনের।

সেই গাম্ভীর্যপূর্ণ উৎসবের মাঝেই দেখা মিলল এক হাসিখুশি কুসুমের। এইবারের প্রোমোতে কুসুমকে দেখা যায় গঙ্গোপাধ্যায় পরিবারের নতুন রাধুনী হিসেবে। সে একা হাতে ইন্দ্রানীর জন্য রান্না করছে যত্ন করে। কুসুম প্রাণোচ্ছল আর হাসিখুশি একটা মেয়ে, যে জটিল পরিস্থিতিকেও সরলভাবে সামলে নেয়। এরপর দেখা যায় পরিবারের সবাই খাওয়ার টেবিলে খেতে বসেছে, কিন্তু ইন্দ্রানী না খাওয়া শুরু করলে তাঁরা খেতে পারবেন না।

কুসুম ইন্দ্রানীকে খাওয়ার পাঠানোর পরে চেখে দেখে যে ডালে নুন নেই! তৎক্ষণাৎ সে হতে নুন নিয়ে ছুটে যায়। কুসুম গিয়ে ইন্দ্রানীর খাওয়া থামিয়ে নুন মিশিয়ে দেয়। এরপর সেখান থেকে একটু চেখে দেখে বলে, “এবার খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে একেবারে।” এই ছোট্ট কথাটিই যেন ইঙ্গিত, যে গঙ্গোপাধ্যায় বাড়ির লোকেদের স্বাদহীন জীবনে সে নুনের অভাব পূরণ করতে এসেছে।

যেখানে সব কিছু শৃঙ্খলার বাঁধনে আবদ্ধ, সেখানে কুসুমের এই সরলতা আর প্রাণবন্ততা একধরনের মুক্তির স্বাদ এনে দেবে। কুসুমের হাসিমুখ, দুষ্টু-মিষ্টি কথা আর সহজ ভঙ্গি প্রথম থেকেই নজর কেড়েছে দর্শকের। দ্বিতীয় প্রোমোতেই স্পষ্ট, কুসুম আসলে এই পরিবারের স্বাদ বদল করতে এসেছে। অভিনেত্রী তানিষ্কা তিওয়ারি কুসুম চরিত্রে একেবারে প্রাণ ঢেলে দিয়েছেন।

তাঁর সাবলীল অভিনয় এবং স্বাভাবিক অভিব্যক্তি এই চরিত্রকে আরও বেশি গ্রহণযগ্য করে তুলছে দর্শকের কাছে। অন্যদিকে ইন্দ্রানী চরিত্রে ‘অঞ্জনা বসু’র দৃঢ়তা ও অভিজাত ভাব, এই দুই বিপরীত মেরু যখন এক জায়গায়, পরবর্তীতে কি হবে সেটাই এখন দেখার। আপাতত কোনও দিনক্ষণ প্রকাশ করা হয়নি, কিন্তু দর্শকমহলে উত্তেজনা তুঙ্গে উঠেছে এরমধ্যেই। আপনারা কতটা উৎসাহী?

Piya Chanda