জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“আমি বড্ড মা ঘেঁষা মেয়ে, এখন মা-ই আমার বাচ্চা!” মেয়ে অভিনয় পেশায় আসুক চাননি মা! তারা যেন দুই বন্ধু! মেয়ে রিমঝিমকে নিয়ে গর্বিত মৌমিতা গুপ্ত

মায়ের জন্য কোনও আলাদা দিন হয় না, প্রতিদিনই যেন মায়েদের লড়াই তাই প্রতিদিনই মাতৃ দিবস। তবে বাস্তব জীবনের বাইরেও টেলিভিশনের (Television)পর্দায় যেসব মেয়েরা অভিনয় করেন তাঁদের লড়াইটা কেমন? তাঁদের মাতৃত্ব নিয়ে অভিজ্ঞতাই কি বলছে? অভিনেত্রী হিসেবে যতটা সফল, মা হিসেবেও কি ততটাই সফল? গতকাল ছিল ‘আন্তর্জাতিক মাতৃ দিবস’ (International Mother’s Day) , এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিনোদন জগতের এমনই এক মা-মেয়ে জুটি।

গলার আওয়াজ থেকে শারীরিক গঠন, সবটাই যেন একই রকম। ইন্ডাস্ট্রির সবাই দুই বোন বলে তাঁদের। হ্যাঁ, কথা হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের ‘বৈদেহী’ ওরফে অভিনেত্রী ‘মৌমিতা গুপ্ত’ (Moumita Gupta) এবং ‘রিমঝিম গুপ্ত’ (Moumita Gupta) কে নিয়ে। মৌমিতা আর প্রতিবেদক এবং ঔপন্যাসিক ‘বাল্মীকি চট্টোপাধ্যায়’ এর কন্যা রিমঝিম। ছোট থেকেই পিতৃ স্নেহে বড় হলেও, একটা সময়ের পরে ব্যক্তিগত কারণে মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকেই মায়ের কাছে মানুষ রিমঝিম।

মা মৌমিতা এদিন বললেন, “ছোট থেকেই রিমঝিম খুব ম্যাচিওর, কখনও কোনও অসুবিধার কথা মুখ ফুটে বলে না। ও আমাকে যে পরিমাণ সাপোর্ট পেয়েছি, সেটা অন্য কেউ হলে করতে দিতে পারতো না।” রিমঝিম অবশ্য জানান যে তাঁর মায়ের অভ্যাস মেয়ের নামে প্রশংসা করা। রিমঝিম যদিও নিজে স্বীকার করে নিলেন যে তিনিও মায়ের নামে প্রশংসা করতে খুব ভালোবাসেন এবং মাকেই নিজের রোল মডেল মনে করেন।

প্রসঙ্গত রিমঝিমের ছোটবেলা কেটেছে কলকাতার এক হোস্টেলে, আজ তিনি বলেন সেখানে থেকে যা শিখেছেন সবটাই এখন কাজে লাগছে। ২০১৫ সালে রিমঝিম বিবাহ বন্ধনে আবদ্ধ হন আইনজীবী নীলাঞ্জন ঘোষের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর। এদিন মজার ছলে রিমঝিম বলেন, “সবাই বলে আমি বুড়ি হয়ে যাচ্ছি আর মায়ের তো আরো ছোট হয়ে যাচ্ছে।” মা মৌমিতা যদিও এই কথা হেসে উড়িয়ে দিয়েছেন। রিমঝিম আরও জানায় যে তাঁর কাছে মা হলো সবকিছু।

মা একজন বন্ধু থেকে শুরু করে জীবনের সবচেয়ে বড় শিক্ষক, যার কাছে অনায়াসে সব কথা বলা যায়। রিমঝিম বলেন, “লোকে বলে মা বাবাকে সবকিছু বলা যায়না, কিন্তু আমার সবকিছু মাকে না বললে ভালোলাগে না, এমনকি মাকে শুধু বললেই আমার সমাধান বেরিয়ে যায়। আমি অত্যন্ত মা ঘেঁষা মেয়ে, মা আর আমি একসাথেই বড় হয়েছি। আগে আমি বাচ্চা ছিলাম আর এখন মা আমার বাচ্চা।” সব মিলিয়ে দুজনে একসাথে পথ চলছেন। অনেকটা হয়তো পেরিয়ে এসেছেন, তবে আরও অনেকটা বাকি।

Piya Chanda