জি বাংলায় ‘ফুলকি’ (Phulki) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় ধানুর বৌভাতের অনুষ্ঠান হচ্ছে, বেশ জাঁকজমক করে। রায়চৌধুরী বাড়ির বড়রাও এসে উপস্থিত হয় সেখানে। সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা এসেছে ধানু আর আদিত্যকে আশীর্বাদ দিতে। সাধারণ আর পাঁচটা বাড়ির বৌভাতের অনুষ্ঠান নয় এটি, এখানে সবকিছু খুব চুপচাপ। ফুলকির মোটেই পছন্দ হয়না সে ঠিক করে রানী মা যতই আপত্তি করুক, সে নাচ গান করবেই।
সেই মতন ফুলকি, ঝিনুক আর লাবণ্য মিলে নাচে গানে জমজমাট করে তোলে অনুষ্ঠানটি। ছোট রানীর একদম পছন্দ হয়না বিষয়টি তিনি ঠিক করেন যে করেই হোক ফুলকির এবাড়িতে আসা আটকাতেই হবে, নাহলে সব নিয়ম-শৃঙ্খল ভেঙে যাবে এইভাবেই। এতোকিছুর পরেও ফুলকির মন এখনও বড় রানীর কাছেই পড়ে আছে, রোহিতকে অনুরোধ করে একবার বড় রানীকে যদি নিয়ে আসা যেত।

রোহিত ঘোর আপত্তি করে, কিন্তু ফুলকি জানায় বড় রানী মা আসলে ছোট রানী মা একটু হলেও দমে যেতেন। ফুলকির মাথায় আসে দ্বাররক্ষি আছে, বড় রানীর যাচ্ছে পৌঁছাবে কি করে। সেই মুহূর্তেই মনে পরে যায় ধানুর বলা গুপ্তপথের কথা। ফুলকি রোহিতকে নিয়ে যায় আর বলে যে একজন আছেন যিনি এই বিষয় সাহায্য করবেন, তিনি হলে ছোট রাজা। ফুলকি আর রোহিত চেম্বারে গিয়ে দেখে ছোট রাজা মশাই পার্টি করছেন বন্ধুদের সঙ্গে।
বন্ধুরা সেখান থেকে চলে যেতেই ফুলকি আর রোহিত ঢুকে পড়ে চেম্বারে। বড় রাজা মশাইকে অনেকে প্রশংসা করতে থাকে, আর পেট থেকে পূর্বপুরুষের ইতিহাসের নামে গুপ্তপথের কথাটা বের করে নেয়। ফুলকি অনুরোধ করে একবার তাঁকে সেই পথ দেখাতে। রাজা তাঁর অনুরোধ ফেলতে পারেন না, এবং সেই ঘরেই থাকা ছোট রানীর একটা বিশাল ছবি সরাতেই বেরিয়ে পড়ে ওই গুপ্ত সুড়ঙ্গ।
আরও পড়ুনঃ “আমি বড্ড মা ঘেঁষা মেয়ে, এখন মা-ই আমার বাচ্চা!” মেয়ে অভিনয় পেশায় আসুক চাননি মা! তারা যেন দুই বন্ধু! মেয়ে রিমঝিমকে নিয়ে গর্বিত মৌমিতা গুপ্ত
রাজাকে রোহিত মিথ্যে বলে ফোন খুঁজে পাচ্ছেনা, রাজা বলেন তাঁদের খুঁজে নিয়ে আসতে তিনি অনুষ্ঠানের দিকে যাচ্ছেন। এই সুযোগে ফুলকি সুড়ঙ্গ ধরে পৌঁছে যায় বড় রানীর ঘরে আর তাঁকে সাজিয়ে নিয়ে আসে অনুষ্ঠানে। ছোট রানী রাগে ফেটে পড়েন। এরপর কি হতে চলেছে? ফুলকির কি সত্যিই অনেক বড় বিপদ সামনে? জানাতে চোখ রাখুন পরবর্তী পর্বে।