জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

চঞ্চলের শাস্তির দাবিতে মুখ খুলল মালতী! এবার তূর্যের গোপন রহস্য ফাঁসের মুখে! সত্যি জানতে কতদূর যাবে পারুল-রায়ান?

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় গোপালের জামা-কাপড় গোছাতে গিয়ে রুক্মিণী নিজের ছবি খুঁজে পায়। অন্যদিকে মালতীকে চঞ্চল স্কুলে গিয়ে মারধর করতে থাকে, রুক্মিণী খবর পেতেই ছুটে গিয়ে দেখে মালতীর সব বই পুড়িয়ে দিচ্ছে চঞ্চল। মালতী এবার আর চুপ করে থাকে না, সে রুখে দাঁড়িয়ে বলে এতোদিন সে চঞ্চলকে নিজের টাকায় খাইয়ে এসেছে আর তাঁর অত্যাচার সহ্য করে এসেছে কিন্তু এবার নিজে হয়ে থানায় অভিযোগ জানাবে।

সেই মতন থানায় যেতেই থানার মহিলা পুলিশ কর্মকর্তা কিছুতেই অভিযোগ নিতে চান না। তিনি বলেন, এই গ্রামে যতবার কোনও স্বামীকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ততবার স্ত্রীরা বিচার হতে দেয়নি, ছাড়িয়ে নিয়ে গেছে। মালতী পরিষ্কার করে জানিয়ে দেয় যে এমনটা করবে না, উল্টে সে চায় চঞ্চলের যেন আরও শাস্তি হয়। পুলিশ গ্রেপ্তার করতে গেলে মহিলা বলে দুর্ব্যবহার করতে থাকে চঞ্চল, তাঁকে সপাটে চড় মেরে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

এদিকে পারুল আর রায়ান উপস্থিত হয় তূর্যের বাড়ি, অনেকক্ষণ অপেক্ষা করার পরে তূর্যর মা দরজা খোলেন আর জানিয়ে দেন তিনি একা থাকেন, পারুল একটু জল চায় যাতে তিনি চলে গেল ঘরটা খুঁজে দেখতে পারে। এরপর দুজনেই ঘরবাড়ি খুঁজেও কিচ্ছু পায়না। পারুল হঠাৎ লক্ষ্য করে সুন্দর করে গুছিয়ে কাউকে খেতে দেওয়া হয়েছিল কিন্তু সে নেই। পারুলের আরও সন্দেহ বাড়তে থাকে।

রায়ানকে পারুল বলে বিষয়টা অস্বাভাবিক যেখানে আমাদের মেয়েরা পারলে খাওয়ার খায়না একা থাকলে, সেখানে উনি এতো গুছিয়ে খেতে বসেছেন! রায়ান বলে আশেপাশে লোকেদের থেকে জানতে হবে আর কে থাকে এই বাড়িতে। পাড়ার কিছু ছেলেদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ওনার একটা ছেলে আছে কিন্তু কেউ কখনও দেখেনি। পারুল এবার নিশ্চিত হয় যে ওই ছেলেটাই যে এতোদিন ধরে বসুবাড়ির লোকেদের ক্ষতি করার চেষ্টা করছে।

আবার রায়ান-পারুল সেখানে ফিরে যায়, তূর্য মাকে বলে যে এই মুহুর্তে তাঁকে পালাতে হবে নাহলে বিপদ হয়ে যাবে। মা জানতে চাইলে কিছু বলেনা তূর্য, অন্যদিকে পারুল দরজা ধাক্কাতে থাকে। দরজা খুলেই পারুল বলে আপনার ছেলেকে ডেকে দিন, কিন্তু উনি জানায় ছেলে মারা গেছে। তবে কি আবার হাতের নাগাল দিয়ে পালালো তূর্য? পরুলরা কি জানতে পারবে না তূর্যের সত্যি? জানাতে চোখ রাখুন পরবর্তী পর্বে।

Piya Chanda