জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

আবার সুখবর দিলেন অভিনেত্রী অনিন্দিতা! মেয়ের বয়স দু’মাস হতে না হতেই নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত!

ছোট পর্দার অত্যন্ত পরিচিত এবং প্রতিভাবান অভিনেত্রী ‘অনিন্দিতা রায়চৌধুরী’ (Anindita Raychaudhury), বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্যই পরিচিত তিনি। চলতি বছরের মার্চ মাসে কন্যা সন্তানের মা হয়েছেন। অভিনেত্রীকে সর্বশেষ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ (Tentulpataa) তে পিসির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। গর্ভাবস্থার কারণেই কিছুদিন বিরতি নিলেও, এবার অভিনয় ফিরে আসার ইঙ্গিত দিলেন তিনি।

অনিন্দিতা এদিন জানালেন, তার কন্যা সন্তান এখন দু’মাস বয়সী, এবং সম্পূর্ণ সুস্থ তিনি তাই এই সময়ে কাজে ফিরতে প্রস্তুত। শারীরিকভাবেও সুস্থ এবং নেই কোনও সমস্যা, বলে তিনি মনে করেন এটাই উচিৎ সময় কাজে ফেরার। গর্ভাবস্থায়ও তিনি একটানা কাজ করেছেন, তাই এখন অভিনয়ে ফিরে আসা আরও সহজ মনে হচ্ছে। তিনি বাড়িতে সময় না কাটিয়ে নতুনভাবে কাজে মনোযোগ দিতে চান, বলেই জানিয়েছেন।

অভিনেত্রী আরও জানান, তার পরবর্তী ধারাবাহিক কি হবে এখনও তা ঠিক হয়নি, তবে তিনি সম্ভবত পুরনো চরিত্রে ফিরে আসবেন এবার। তেঁতুলপাতা ধারাবাহিকে আবার পিসি চরিত্রে তাকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন। এই ধারাবাহিকের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে, এবং এখানেই তিনি আবার নিজের অভিনয় দর্শকদের সামনে তুলে ধরতে চান।

অনিন্দিতা বলেছেন,” মেয়ের জন্মের পর পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি, আবার কাজের জগতে ফেরার তাগেদা ছিল প্রচুর। কেউ জোর করেনি আবার কেউ বারণও করেনি, তাই এরই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। এবার একাধিক নতুন কাজের জন্য তিনি প্রস্তুত এবং নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন কিছু করতে চান।

অভিনয়ের প্রতি তার ভালোবাসা এবং পরিশ্রম তাকে আবারও পর্দায় ফিরতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে হয়তো নতুন নতুন অনেক চরিত্রেই আমরা তাঁকে দেখবো।সন্তান সামলে এভাবে, তিনি একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। দেখা যাক, দুই দিক বজায় রেখে কতটা সফল হতে পারেন তিনি। আপনাদের কেমন লাগে অনিন্দিতার অভিনয়?

Piya Chanda

                 

You cannot copy content of this page