ছোট পর্দায় তিনি রাজ করছেন সকলের মনে, কিন্তু অভিনয়ে অভিষেক হয়েছিল বড় পর্দা দিয়েই। হ্যাঁ, কথা হচ্ছে মিঠাইয়ের (Mithai) উচ্ছেবাবু, জোনাকির ধ্রুব ওরফে ‘আদৃত রায়’ (Adrit Roy) এর। পর্দায় তিনি যতই যার হন, আসল জীবনে তিনি শুধু কৌশাম্বীর (Kaushambi Chakraborty) আদৃত। বিয়ের এক বছর দেখতে দেখতেই পার করে ফেলেছেন দুজনে। একটা সময় ছিল যখন পর্দায় দিদি আর ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন, আজ সেই কথা মনে পড়তেই হেসে ওঠেন দুজনেই।
বিয়ের মাস দুয়েক এর মধ্যেই কৌশাম্বী নিজের মাকে হারায়, এরপর পর্দা থেকে বিরতি নেন দুজনে। বর্তমানে আদৃত অভিনয় করছেন ‘মিত্তির বাড়ি’তে আর কৌশাম্বী ‘গৃহপ্রবেশে’। জীবনের এই কঠিন সময় পার করে আজ দুজনে কেমন আছেন, জানতে এক সংবাদ মাধ্যমের তরফে আদৃতের সাক্ষাৎকার নেওয়া হয় সম্প্রতি। প্রথমেই কৌশাম্বীর জীবনের সেই কঠিন সময়ে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বলেন যে আসল জীবনে শুধু না পর্দার স্ত্রীকেও মোরাল সাপোর্ট দিয়েই থাকেন তিনি।

তবে কৌশাম্বীর ক্ষেত্রে আদৃতের বন্ধুরাই প্রধান ভূমিকা পালন করেছে। সবাই এখনও সিদ্ধার্থকে ভুলতে পারেনি ফলে ধ্রুবকে মানুষ মানতে পারছেনা, এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, “ওটা আমার জীবনের নিঃসন্দেহে একটা ভালো অধ্যায় এবং চরিত্র ছিল, কিন্তু এটা সবে শুরু আরও ভালো কিছু হবে এমনটাই আশা রাখি। আমি যেই চরিত্র করি সেটাতেই ঢুকে যায়, তার মতই জীবন যাপন করি।” তিনি আরও বলেন, “যখন বিরতি নেই সেটা স্বেচ্ছায় নেই আর তখন অত লুকস এর দিকে নজর দেইনা, দাড়ি আর চুলও কাটি না।”
ইন্ডাস্ট্রিতে যে রোজ নতুন নতুন জুটি আসছে, কোথাও না কোথাও গিয়ে কি সেই প্রতিযোগিতা অনুভব করে আদৃত? উত্তরে হেসে অভিনেতা বলেন, “আমার কারোর সাথেই কোনও প্রতিযোগিতা নেই। আমি কাজটা করে যাব, যাদের দেখার তাঁরা দেখবেই। নতুন যারাই আসুক না কেন সবাইকে নিয়েই আনন্দে থাকতে ভালোবাসি, কাজেই ওত কিছু চিন্তা করি না।” কৌশাম্বীর সাথে সময়ে কাটাতে পারেন? উত্তরে আদৃত বলেন দুজনেই কাজে ব্যাস্ত, তাও নিজেদের জন্য সময় বের করে নিতেই হয়।
আরও পড়ুনঃ ‘আমাদের দুজনের চরিত্রেই দোষ আছে তাই আমরা এক হয়েছি!’ ‘আমাকে ছাড়া থাকতে পারছিল না, তাই বিয়ে করে নিয়েছি’, অভিষেককে নিয়ে গর্বিত শার্লি
ছোট পর্দায় পা রাখতেই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু বড় পর্দায় কি হলো? উত্তরে আদৃত আবার হাসি মুখে বলেন, “শীর্ষে নয়, তবে ওটা একটা মাইলস্টোন ছিল। এর থেকেও ভালো কিছু করবই, তার জন্য সময় তো লাগবেই। বড় পর্দায় রাজ দা আমায় পরপর তিনবার সুযোগ দিয়েছিল, এমনকি দেব দাও কিন্তু ছবিগুলো চলেনি। এটাই হয়তো লেসন ছিল যেটা আজকে আমায় এই জায়গায় দাঁড় করিয়েছে।” ভবিষ্যতে কি বড় পর্দায় ফিরবেন জানতে চাওয়া হলে, তিনি বলেন আপাতত কোনও পরিকল্পনা নেই, তবে সবটাই ভাগ্যের হতে।