জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

মেক্সিকোর এই সুন্দরীর বোল্ড ছবিতে বুঁদ সবাই! লাস্যময়ী অবতারে আজও উষ্ণতা ছড়ান বাংলার ‘নোরা ফতেহি’ ওরফে সৃজলা গুহ! সৃজলাকে নতুন চরিত্রে ফের ছোটপর্দায় দেখতে চান আপনারা?

বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন ‘সৃজলা গুহ’ (Srijla Guha) । স্টার জলসার ‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিকের ‘পিহু’ চরিত্রে তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে আপামর বাঙালির। এমনকি সহ-অভিনেতা ‘শন বন্দ্যোপাধ্যায়ের’ (Sean Banerjee) সঙ্গে তাঁর রসায়নও দর্শকমহলে প্রশংসিত হয়েছে বারবার। দর্শকেরা বারবার জানতে চান, এতো সাফল্যর পরেও কেন তাঁকে আর দেখা যায়না ছোট পর্দায়? তবে শুধু অভিনয় নয়, ব্যক্তিগত জীবনেও সৃজলাকে নিয়ে বেশ আলোচনার ঝড় উঠেছিল এক সময়।

অভিনেতা ‘রোহন ভট্টাচার্যে’র (Rohaan Bhattacharjee) সঙ্গে দীর্ঘ ৬ বছরের লিভ-ইন সম্পর্কে থাকার পর ২০২২ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। সেই বিচ্ছেদের কথা তাঁরা সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়ায় সৃজলার জীবন নিয়ে জল্পনার শেষ ছিল না। অনেকেই ভেবেছিলেন, রোহনের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে কি সৃজলা ও শনের মধ্যে বিশেষ কিছু শুরু হয়েছে? যদিও এই সম্পর্ক নিয়ে দু’জনেই মুখে কুলুপ এঁটেছেন। তবে একটা সময় ছিল যখন রোহনের অনুপ্রেরণাতেই সৃজলা অভিনয় দুনিয়ায় পা রাখেন।

রোহন তখন বলতেন, সৃজলা হলেন পৃথিবীর সবচেয়ে যত্নশীল মানুষ! প্রথম ধারাবাহিক ‘মন ফাগুন’ হলেও, শুরু থেকেই তাঁর অভিনয়ে ধরা পড়েছিল আত্মবিশ্বাস। যাঁরা জানতেন না, তাঁদের জন্য বলে রাখা ভালো যে সৃজলার জন্ম কিন্তু ভারতে নয়, মেক্সিকোতে! ছোটবেলায় মা-বাবার সঙ্গে সেখান থেকে এদেশে আসেন তিনি। ধারাবাহিকের পিহুর মতনই তাঁরও শৈশব কেটেছে দার্জিলিংয়ের এক কনভেন্ট স্কুলে। ‘মন ফাগুন’-এ ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করলেও, তার আগে বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন সৃজলা।

ওডিয়া ছবি ‘আ আ হরসাই’, বাংলা ছবি ‘জামাই বরণ’ এবং ‘বনজারা’— এইসব প্রজেক্টে তাঁকে দেখা গেছে। শুধু অভিনয় নয়, মডেলিংও করেছেন এক সময়। পড়াশোনা, লেখালিখি, অভিনয় আর ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়ানো, এই সব মিলিয়ে এক পরিণত অভিনেত্রী হয়ে উঠেছেন সৃজলা। এর বাইরেও তাঁর আরেকটা বড় প্যাশন আছে— ব্যাডমিন্টন। নিয়মিত যোগাসনের অভ্যেসও করেন তিনি। সমাজ মাধ্যমেও বেশ সক্রিয় সৃজলা। কাজের পাশাপাশি নিজের ব্যক্তিগত মুহূর্ত, বন্ধুবান্ধব, বেড়ানো কিংবা ফ্যাশন শুট— সবকিছুই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন।

বিশেষ করে তাঁর ফটোশ্যুটের কিছু ঝলক মাঝেমধ্যেই ভাইরাল হয়ে পড়ে ইনস্টাগ্রামে। কখনও ওয়েস্টার্ন আউটফিটে ঝলমলে, তো কখনও ট্র্যাডিশনাল লুকে মোহময়ী— এই দুই মেজাজেই মুগ্ধ করেন ভক্তদের। সাহসী পোশাক কিংবা লাস্যময়ী উপস্থিতি নিয়ে সমালোচনা হলেও, সৃজলা তাতে পাত্তা দেন না। বরং নিজের শরীর, পছন্দ আর স্টাইল স্টেটমেন্ট নিয়েই তিনি গর্বিত। বেশ কিছুদিন আগে বেলি ডান্সার হিসেবে সৃজলার একটি পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে নাচের পরই অনেকে অভিযোগ তোলেন, তিনি নাকি বলিউড তারকা নোরা ফতেহিকে অনুকরণ করছেন!

তবে এই বিষয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সৃজলা। তিনি জানিয়েছেন, “নাচ আমার প্রথম ভালোবাসা। অনেকেই বলেন আমি নোরা ফতেহির মতো নাচি, অথচ আমি অনেক আগে থেকেই বেলি ডান্সের প্রশিক্ষণ নিচ্ছি, এমনকি দুবাইয়ের একজন প্রফেশনাল ডান্সারের কাছ থেকে শিখেছি।” এই সমস্ত বিতর্ক, গুজব আর আলোচনার মধ্যেও নিজের কাজের প্রতি একাগ্র থেকেছেন সৃজলা। ব্যক্তিগত জীবন নিয়ে কথা উঠলেও, তিনি বরাবর নিজের জায়গায় স্পষ্ট! আপনারা কি আবার ছোট পর্দায় দেখতে চান সৃজলাকে? জানতে ভুলবেন না কিন্তু!

Piya Chanda

                 

You cannot copy content of this page