জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

রায়ানের অভিনেতা হওয়ার স্বপ্নে ভাঙন! পারুলের উপর রায়ানের বিশ্বাসঘাতকতার অভিযোগ! শিরীন-তূর্য এবার একজোট! পারুলকে সরাতে এবার রায়ানের দুর্বলতাই শিরীনের অস্ত্র! ‘পরিণীতা’তে আজকের টানটান পর্ব!

জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) র আজকের পর্বের শুরুতেই দেখা যায় খুব ভালো পরীক্ষা হয় রায়ানের। প্রথমবার নিজের চেষ্টায় এতো ভালো পরীক্ষা দিতে পারে সে খুব খুশি। পারুলের সাথে হেসে হেসে কথা বলছে থাকে রায়ান। অন্যদিকে শিরীন লক্ষ করে যে তূর্য রেগে যাচ্ছে এই সবকিছু দেখে এবং নিজেকে পেন দিয়ে আহত করে ফেলেছে। শিরীন ঠিক করে যদি রায়ান-পারুলের মধ্যে আবার দূরত্ব তৈরি করতে হয়, তবে তূর্যের সাথেই হাত মেলাতে হবে।

তূর্যকে গিয়ে শিরীন জানতে চায়, সে কি পারুলকে ভালোবাসে? প্রথমে তূর্য নাকচ করে দিলেও, হাতের কটা জায়গাটা শিরীন দেখিয়ে দিলে সে মেনে নেয় যে পারুলকে ভালোবাসে। শিরীন একজোট হওয়ার প্রস্তাব দেয়। অন্যদিকে রায়ান পারুলকে আইস্ক্রিম খেতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়েও দুজনের মধ্যে ঝামেলা লেগে যায় কে টাকা দেবে তাই নিয়ে।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

আবার নেড়া গোয়ালে রুক্মিণীর আরও কিছুদিন থাকার কথা শুনে গোপাল আনন্দে পাগল হয়ে যায়। সে জামা কাপড় খুলে নাচ গান শুরু করে, রুক্মিণীর সাথে নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে সে। এদিকে বাড়ি ফিরে রায়ানকে পারুল জানতে চায় যে, রায়ান যখন একরাতে পড়াশোনা করে এতো ভালো পরীক্ষা দিতে পারে তাহলে সারা বছর পড়েনা কেন? রায়ান জানায় তার স্বপ্ন আলাদা সে কখনওই পড়তে চায়নি ইউনিভার্সিটিতে।

পারুল জানতে চায় রায়ানের স্বপ্ন কি? রায়ান বলে সে বড় অভিনেতা হতে চায়, সেই জন্য দেশের সবথেকে দামি ইনস্টিটিউটের ফর্ম তুলেছে সে, যেখান থেকে নাকি দামি অভিনেতার অভিনয় শিখেছেন। রায়ান আরও বলে তার যদি সিলেকশন হয়ে যায় তবে সে দিল্লি চলে যাবে। পারুল বলে কোনও পড়া মাঝ পথে ছাড়তে নেই আর রায়ান যদি তাঁর কথা না শুনে তাহলে দাদুকে সবটা জানিয়ে দেবে।

এদিকে ইউনিভার্সিটিতে বসেই শিরীন আর তূর্য রায়ান পারুলের মধ্যে ভুল বোঝাবুঝির প্ল্যান করতে থাকে। শিরীন বলে এমন কিছু একটা করতে হবে যাতে দাদুর চোখে পারুল খারাপ হয় আর রায়ান নিজেও ওকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দেয়। ঠিক সেই সময় শিরীনের কাছে রায়ানকে ফোন আসে আর রায়ান বলে পারুল বিশ্বাসঘতক, সে পারুলকে বিশ্বাস করে অ্যাক্টিংয়ের কথাটা বলতেই দাদুকে জানানোর হুমকি দিচ্ছে।

শিরীন বুঝে যায় যে এটাই তাদের কাছে সুযোগ, এর ফাঁক দিয়েই ঢুকে দুজনের মধ্যে আরও দূরত্ব তৈরি করতে হবে।পরদিন সকালে চা খেয়ে গিয়ে দাদু জানতে পাড়ে রায়ানের অভিনয় শিখতে যাওয়ার কথা, বাড়ি এসে সেই ফর্ম ছিঁড়ে ফেলেন দাদু, রায়ান সব দোষ পারুলকে দিতে থাকে, কিন্তু পারুল জানিয়ে দেয় যে সে দাদুকে কিচ্ছু বলেনি, যা বলেছে অন্য কেউ নিশ্চয়ই জানত সেই বলেছে। পারুল কি খুঁজে বের করতে পারবে আসল দোষীকে?

Piya Chanda