জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ছেলেকে একা ছাড়তে পারব না! ব্রেস্টফিডিং চলবে, সঙ্গে শ্যুটিংও”— ছোট্ট অগ্নিদেবকে নিয়েই সেটে ফিরছেন রূপসা! মাতৃত্ব ও কেরিয়ার একসঙ্গে সামলানোর সিদ্ধান্তে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া!

মাতৃত্বের পর জীবন যেভাবে বদলে যায়, তা এবার স্বীকার করে নিলেন অভিনেত্রী ‘রূপসা চট্টোপাধ্যায়’ (Rupsa Chatterjee) । মাত্র সাড়ে তিন মাসের একরত্তি ছেলে ‘অগ্নিদেব’ (Agnidev) কে ঘিরেই এখন তাঁর সমস্ত জগৎ। তবে মাতৃত্বের খুশির মধ্যেও নিজের অভিনয় কেরিয়ারকে থামিয়ে রাখতে রাজি নন তিনি। মা হিসেবে দায়িত্ব যেমন আছে, তেমনই অভিনেত্রী হিসেবেও নিজের অবস্থান ধরে রাখতে চান রূপসা। তাই অভিনয়ে ফেরার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। তবে সেই ফেরা একেবারে অন্যরকম!

অন্যান্য নতুন মায়েদের মতো রূপসারও মন ভার ছিল ছেলেকে ছেড়ে কাজে ফেরার ভাবনায়, তবে শেষমেশ এক অন্যরকম রাস্তায় হাঁটলেন তিনি। ছোট্ট ছেলেকে বাড়িতে ফেলে রাখার চিন্তা সরিয়ে, বরং ছেলেকে সঙ্গে নিয়েই শুটিং ফ্লোরে ফিরবেন বলে সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত একদিকে যেমন তাঁর জন্য মানসিক স্বস্তির, তেমনই নতুন মায়েদের জন্য অনুপ্রেরণারও। সম্প্রতি সমাজ মাধ্যমে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন রূপসা।

সেখানে তিনি লেখেন,”ফিরছি কিন্তু একদম নতুন ভাবে, অন্যরকম ফেরা।” এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওয়েব প্ল্যাটফর্মে এক নতুন প্রজেক্টে কাজ করছেন তিনি। সেই কাজের লুক টেস্ট ইতিমধ্যেই সেরে ফেলেছেন। এই কাজের ফরম্যাট একটু আলাদা, আর তাই প্রজেক্টের শুরু থেকেই ছেলেকে নিয়ে সেটে আসার পরিকল্পনা করেছেন। মা-ছেলের একান্ত সম্পর্ক আর দায়িত্বকে সমানভাবে সামলানোর এই সিদ্ধান্ত।

অনেকেই সমাজ মাধ্যমে রূপসার সাহসকে কুর্নিশ জানাচ্ছেন। রূপসা এদিন জানিয়েছেন, ছেলেকে এখন এক মুহূর্তের জন্যও ছেড়ে যাওয়া সম্ভব নয়, কারণ সে এখন শুধুই ব্রেস্ট ফিড করে। তাই মা থাকবেন সঙ্গে, আর যখনই ছেলের খিদে পাবে, তখনই তিনি খাবার দেবেন। বাকি সময়টা ছেলেকে তাঁর মা সামলাবেন। অভিনেত্রীর আশা, নতুন পরিবেশে তাঁর সন্তান দিব্যি মানিয়ে নেবে।

রূপসা বলেন, এখন আর ছেলে কান্নাকাটি করে না। এখন সে আগের তুলনায় অনেকটা বুঝতে শিখেছে। এখনও তাঁর ছেলে সলিড ফুড খেতে শুরু করেনি, তাই ছেড়ে যাওয়ার চিন্তা করতেই পারেন না। আর সেই কারণেই তাঁর সিদ্ধান্ত—অভিনয়ে ফিরতেই যদি হয়, তো সন্তানকে সঙ্গে নিয়েই। রূপসার মতে, একদিন তো ও বুঝবেই ওর মা কী কাজ করে, সেই বোঝার শুরু হোক এখন থেকেই। মা হিসেবে যেমন, একজন শিল্পী হিসেবেও নিজের জায়গাকে সম্মান জানান রূপসা এই সিদ্ধান্তের মাধ্যমে।

Piya Chanda