বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘ভাস্বর চট্টোপাধ্যায়’ (Bhaswar Chatterjee) এর কেরিয়ার প্রায় তিন দশকের। নব্বইয়ের দশকে ‘জলতরঙ্গ’ দিয়ে যাত্রা শুরু হলেও ‘জন্মভূমি’ তাঁকে এনে দিয়েছিল ঘরের ছেলের তকমা। বয়স পঞ্চাশের কোঠায় পৌঁছলেও ভাস্বরের চেহারায় যেন সময় থেমে আছে! ফিটনেস, ডায়েট আর ডিসিপ্লিনে বিশ্বাসী এই অভিনেতা ১২৫টিরও বেশি ধারাবাহিকে কাজ করেছেন। ছোটপর্দার প্রতি তাঁর এই প্রেম অটুট থাকলেও ব্যক্তিজীবনে এসেছে একের পর এক ঝড়। বিতর্ক হোক বা প্রশংসা, তবে এই মুহূর্তে ভাস্বর চট্টোপাধ্যায় ফের আলোচনার কেন্দ্রে।
সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে ভাস্বর ভাগ করে নেন তাঁর দ্বিতীয় বিবাহের তিক্ত অভিজ্ঞতা। অভিনেতা জানান, উত্তম কুমারের বড় নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে ২০১৪ সালে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু বিয়ের পর থেকেই সেই সম্পর্কে ক্রমাগত ফাটল ধরতে থাকে। এমনকী অষ্টমঙ্গলার দিনই নবমিতার আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করেছিলেন ভাস্বর। ধীরে ধীরে ভালোবাসা হারিয়ে গিয়েছিল, পরবর্তীতে ভাস্বর সন্তানের আশা করলে, স্ত্রী জানিয়ে দেন যে কোনও দিনই সে মা হতে পারবে না।
কারণ হিসেবে নবমিতা বলে, বাবা পাশের ঘরে অসুস্থ্য হয়ে পড়ে থাকতেন তাও তিনি দেখতে যেতেন না, আর বাচ্চা সামলানো তো অনেক বেশি কষ্টকর। এরপর ২০১৭ সালের এক রাতে হঠাৎ করেই নবমিতা প্রেমিকের সঙ্গে পালিয়ে যান, এমনটাই দাবি করেন অভিনেতা। পরে অবশ্য ফের বাড়ি ফিরে ভাস্বরের কাছে ক্ষমা চেয়ে সম্পর্ক জোড়ার চেষ্টা করেছিলেন নবমিতা, অভিনয়ের সুযোগও করে দিয়েছিলেন ভাস্বর। কিন্তু ফের একবার সেই সম্পর্ক ভাঙে।
প্রথমে সব ঠিক থাকলেও, পরে শুটিং সেটে অপমান, একসঙ্গে থাকতে না চাওয়া, এমনকি ভাস্বরের অসুস্থতার সময়ও পাশে না থাকা, এই সবকিছু মিলিয়ে শেষমেশ ২০২০ সালে ডিভোর্স হয় তাঁদের। ডিভোর্সের পর আবারও লিভ-ইন প্রস্তাব দিয়েছিলেন নবমিতা, জানালেন ভাস্বর। তবে তখন আর রাজি হননি অভিনেতা। বিয়ে না টেকায় ভাস্বর মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন ঠিকই, কিন্তু হার মানেননি। ফিরে গিয়েছিলেন নিজের লেখালিখির জগতে।
আরও পড়ুনঃ দাদুর কানে পৌঁছল রায়ানের গোপন কথা! রায়ানের ভবিষ্যত প্রশ্নের মুখে, পারুলের চোখে অপরাধবোধ! রায়ানকে স্বপ্নের দিকে কী করে এগিয়ে নিয়ে যাবে পারুল?
কাশ্মীরেই বেশি সময় কাটাতে শুরু করেন তিনি। যদিও গুজব উঠেছিল, এক কাশ্মীরি নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, কিন্তু ভাস্বর স্পষ্টভাবে তা অস্বীকার করেছেন। বরং নবমিতাকে তিনি ধন্যবাদ জানান, কারণ তাঁর জীবন থেকে সরে যাওয়াই নতুন পথ খুঁজে পেতে সাহায্য করেছে। তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, নেটিজেনদের একাংশ ভাস্বরের পাশে দাঁড়িয়ে তাঁকে সাহসী বলে প্রশংসা করছেন। আবার অনেকেই প্রশ্ন তুলছেন কেন এতদিন পর এসব কথা সামনে আনলেন অভিনেতা।