জি বাংলার মিঠাই ধারাবাহিক ছিল একসময় দর্শকদের কাছে সেরার সেরা গল্পের মধ্যে একটি। এই সিরিয়ালটি শেষ হয়েছে তাও বছর তিনেক হল কিন্তু তবুও এই কাহিনীর কলাকুশলীদের ভুলতে পারেনি মিঠাই ভক্তেরা। এখনও এই ধারাবাহিকের সেই চরিত্র গুলিকে কোথাও এক সঙ্গে দেখলে আপ্লুত হয়ে ওঠে অনুরাগিরা।
আর এদিকে দর্শকদের চাহিদা পূরণ করাটাই হল চ্যানেল কিনবার নির্মাতা কর্তৃপক্ষদের কাজ। তাই, সেই কথা মাথায় রেখেই মিঠাই’-এর রুদ্রকে এবার দেখা যাবে উচ্ছেবাবুর সঙ্গে। অর্থাৎ, মিঠাই’-এর চরিত্র রুদ্র যার আসল নাম ফাহিম মির্জাকে দেখা যাবে আদৃত রায়ের মিত্তির বাড়ি ধারাবাহিকে।
মিঠাই সিরিয়ালে ফাহিম আদৃতের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিল। বর্তমানে এই জুটিকে আবারও দেখা যাবে মিত্তির বাড়িতে। তবে, সেখানে একে অপরের বন্ধু থাকলেও এখানে একে অপরের শত্রু হতে চলেছে। বলাই বাহুল্য, ফাহিম পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও দর্শকদের চোখে তিনি বরাবরই আলাদাভাবে নজর কাড়েন।
বর্তমানে মিত্তির বাড়ি ধারাবাহিকে ধ্রুব অর্থাৎ নায়কের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। আর, এই গল্পতেই নতুন চমক নিয়ে আসছে ফাহিম। এই সিরিয়ালে রাজনৈতিক নেতার রূপে এন্ট্রি নেবে।
আরও পড়ুনঃ রুক্মিণী-গোপালের লড়াইয়ে যোগ দিচ্ছে গোটা গ্রাম! শিরীনের আ’ত্ম’হ’ত্যার চেষ্টা অভিনয়! শিরীনের নাটকেই বন্দি হয়ে পড়ছে রায়ান! এবার কী রায়ান-শিরীন সম্পর্কের ইতি নাকি নতুন নাটকের শুরু?
ইতিমধ্যেই, মিত্তির বাড়ির নতুন প্রমো এসে গিয়েছে সকলের সামনে। প্রমোতে দেখা যাচ্ছে, আদালতে ফাহিমের পক্ষ নিয়ে ধ্রুবর সঙ্গে লড়াই করবে জোনাকি। তবে, কি ফাহিমের চরিত্র ধ্রুব-জোনাকির সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যাক্তি হিসাবে প্রবেশ করবে? বাঁধা হয়ে উঠবে কি তাঁদের দাম্পত্য জীবনে?