জি টিভির (Zee TV) ইউটিউব চ্যানেলে (YouTube) ঢুকতেই চোখ কপালে দর্শকদের! চ্যানেলের নাম পরিষ্কার লেখা— ‘জি বাংলা’ (Zee Bangla) ! এক নজরে দেখলে আপনারও মনে হতেই পারে যে ঠিক দেখছি তো? অথচ, ঠিক তার নিচে বর্ণনা করা আছে পুরোটাই জি টিভির ইতিহাস! ১৯৯২-তে শুরু, হিন্দি বিনোদনের ঠিকানা। প্রশ্ন উঠছে, তাহলে জি বাংলা হয়ে গেল কীভাবে?
রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এই ইউটিউবের নামকরণ বিভ্রাট (Identity Crisis) । এখন প্রশ্ন একটাই, জি বাংলা নিজে কোথায়? যদি জি টিভিই এখন ‘জি বাংলা’ নামে চলে, তবে আসল জি বাংলার কি হবে? নাকি যৌথভাবে নাম হবে এখন ‘জি টিভি বাংলা’? ব্র্যান্ডিং নিয়ে এত কড়াকড়ি যুগে, এ হেন ভুল কি করে সম্ভব? যেখানে চ্যানেলটির ৯০ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার!
ইউটিউবের মতো প্ল্যাটফর্মে এমন বেসামাল তথ্য চরম উদাসীনতারই পরিচয়। নাকি এই চ্যানেল ম্যানেজমেন্টও “মিঠিঝোরা”র কনফিউজড স্ক্রিপ্ট পড়ে ফেলেছে? এদিকে ভেবে ভেবে দর্শকদের অবস্থা খারাপ! কেউ ভাবছেন, জি বাংলা অবশেষে জি টিভির দায়িত্ব নিয়ে নিয়েছে। কেউ বলছেন, “জি বাংলা এখন বোম্বে চলে গেছে!” আবার কেউ ভাবছেন, হয়তো চ্যানেল হ্যাক হয়েছে!
দর্শকরা তো এখন রীতিমতো ‘জি’ বললেই ঘাবড়ে যাচ্ছেন। কে বাংলা, কে হিন্দি, কে আসল, কে নকল বোঝার উপায় নেই! অনেকের মতে,”কাল থেকে যদি জি টিভিতে ‘দিদি নাম্বার ওয়ান’ দেখা যায়, অবাক হবো না! ইউটিউবের যুগে ভুলে গেলে চলবে না, দর্শক কিন্তু সব নজরে রাখে—নাম ভুল, কনটেন্ট ভুল, মানেই সমালোচনায় কিন্তু কোনও ভুল হবে না!
আরও পড়ুনঃ ভবিষ্যতের প্রশ্নেই থমকে গেল মুহূর্ত! ধীরে ধীরে জমে উঠছে অপু-আর্যর সম্পর্কের সমীকরণ! অপুকে কি এবার মনের কথা বলবে আর্য? ‘চিরদিনই তুমি যে আমার’-এ গল্পের নতুন মোড়!
প্রশ্ন করছেন সবাই, “এত বড় চ্যানেলে এরকম ভুল? না কি এটা নতুন কনফিউশন মার্কেটিং?” এই গোলমেলে নাম দেখে পর্দায় নয়, এখন আসল নাটক ইউটিউবেই চলছে। শেষ কথা একটাই, জি টিভি যদি নিজেকে জি বাংলা বলেই পরিচয় দেয়, তাহলে রীতিমতো সংবিধান সংশোধনের দরকার পড়বে টেলিভিশনের! আপনাদের কি মতামত? জানতে ভুলবেন না।