জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“বেশিরভাগ পুরুষই পারে না, ও পারে”— বিয়ের পর শ্বেতা ভট্টাচার্যের স্বীকারোক্তি! রুবেলের কোন গুণে আজও মুগ্ধ শ্বেতা? শুনলে অবাক হবেন!

টলিপাড়ার পর্দা থেকে বাস্তব জীবনে পথচলা শুরু করে ফেলেছেন ‘শ্বেতা ভট্টাচার্য’ (Sweta Bhattacharya) এবং ‘রুবেল দাস’ (Rubel Das)। পাঁচ মাস হল, একসাথে সংসার করছেন তাঁরা। গ্ল্যামার জগতের বহু প্রেমই যেখানে বিয়ের পর টেকে না, সেখানে শ্বেতা-রুবেলের সম্পর্ক যেন একটুকরো আশার আলো। প্রেমিক যুগল থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার এই সফরে তাঁরা একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও বোঝাপড়ার নিদর্শন রেখে চলেছেন।

বর্তমানে দুজনেই নিজস্ব ধারাবাহিকে ব্যস্ত। শ্বেতাকে দেখা যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে, যেখানে তিনি ‘শ্যামলী’ চরিত্রে নজর কাড়ছেন। অন্যদিকে রুবেল ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে ‘শাক্যজিৎ’-এর চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। বাস্তব জীবনের মতোই পর্দার জগতেও তাঁরা একে অপরের কাজকে সম্মান জানিয়ে এগিয়ে চলেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবেল সম্পর্কে ব্যক্তিগত কিছু মন্তব্য করেন শ্বেতা। তিনি বলেন, রুবেল একদিকে খুব আবেগপ্রবণ, ঠিক যেমন তিনিও। তবে দুজনের আবেগ প্রকাশের ধরন এক নয়। শ্বেতার মতে, তিনি তুলনায় একটু বেশি পরিণত, আর রুবেল এখনও অনেক সময়ে ছেলেমানুষি করেন। মাঝে মাঝে এমন সব যুক্তি দেন, যার মাথামুণ্ডু খুঁজে পাওয়া দায়।

এইসব মুহূর্তে শ্বেতার ঠিক কী প্রতিক্রিয়া দেন? অভিনেত্রীর কথায়,”তোর মাথা ঠিক আছে তো? তুই ঠিক কী বলতে চাস?”—তবে সেখানেও ঝগড়া নয়, ধৈর্য ধরেই রুবেলকে বুঝিয়ে বললে সে মনের কথা বুঝে নিতে পারে। শ্বেতা মনে করেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বোঝাপড়ার যেমন দরকার, তেমনই দরকার ভুল স্বীকার করার সাহস। এই জায়গাতেই রুবেলের একটি গুণ তাকে মুগ্ধ করে।

অনেক পুরুষই যেখানে ‘সরি’ বলাকে ছোট মনে করেন, সেখানে রুবেল ভুল বুঝলে বা কিছু করে ফেললে নিঃসংকোচে ক্ষমা চাইতে পারেন, এটাই তাঁর সবচেয়ে বড় গুণ বলে মনে করেন শ্বেতা। তিনি বলেন, নিজের মধ্যে ইগো থাকা স্বাভাবিক, কিন্তু রুবেলের মধ্যে সেটার লেশমাত্র নেই। এমন মানসিকতা আজকের দিনে খুবই বিরল। শ্বেতা নিজেকে তাই অনেক ভাগ্যবতী মনে করেন রুবেলকে পেয়ে।

Piya Chanda

                 

You cannot copy content of this page