জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

একরত্তির ছ’মাসে পা! ছেলেকে ঘিরে সাজো সাজো রব রূপসা-সায়নদীপের ঘরে! অন্নপ্রাশনে ‘শ্রী কৃষ্ণ’ সাজে ধরা দিল অগ্নিদেব! থালার জিনিস কী ইঙ্গিত করল অগ্নিদেবের ভবিষ্যৎ নিয়ে?

আজ রীতিমতো উৎসবের আমেজ ‘রূপসা চ্যাটার্জি’ (Rupsa Chatterjee) এবং ‘সায়নদীপ সরকার’ (Shayandeep Sarkar) -এর বাড়িতে। সোমবার সকাল থেকেই বাড়িতে ভিড় আত্মীয়স্বজন, বন্ধু এবং ঘনিষ্ঠদের। ঘরজুড়ে সাজো সাজো রব। ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী ও তাঁর স্বামীর উচ্ছ্বাস যেন চোখে পড়ার মতো। রূপসা এবং সায়নদীপ নিজেরাও রঙ মিলিয়ে সেজেছেন এই বিশেষ দিনে, আর ছোট্ট ‘অগ্নিদেব’ (Agnidev) তো একেবারে একরত্তি কৃষ্ণ!

রূপসার কথায়, “ছ’মাসে পা দিল আমাদের ছেলে। আজ সে প্রথম অন্ন খাবে, তাই এতো আয়োজন।” সেই উপলক্ষে অগ্নিদেবকে সাজানো হয়েছে শ্রীকৃষ্ণের সাজে। ছোট হলুদ ধুতি, মুকুট, গয়না— সব মিলিয়ে যেন গোপাল এসেছে ঘরে! রূপসার শাশুড়ির দীর্ঘদিনের ইচ্ছা ছিল, তাঁর নাতিকে গোপালের সাজে দেখার। সায়নদীপ নিজেও শ্রীকৃষ্ণের ভক্ত, তাই এই পরিকল্পনায় সায় ছিল দুজনেরই। রূপসা তাই স্বামী-শাশুড়ির ইচ্ছেকে গুরুত্ব দিয়েছেন।

তাই গায়ে হলুদ পর্বে নতুন সাজে গোপাল রূপে সেজে এলো অগ্নিদেব। অভিনেত্রী নিজে সেজেছিলেন বেনারসি শাড়িতে, চওড়া লাল পাড়ে ছিল উৎসবের ঐতিহ্য। সঙ্গে মানানসই গয়না আর ফুল দিয়ে খোঁপা। সায়নদীপ পরেছিলেন লাল রঙা পাঞ্জাবি, রূপসার সাজের সঙ্গে মিলে যায় এমনভাবে। পুরো পরিবেশ জুড়ে যেন ছিল এক অপূর্ব উৎসবের আবহ। ছেলেকে ঘিরে প্রতিটি মুহূর্তে অনুভব করা গেল এক অদ্ভুত আবেগ এবং ভালবাসা।

অন্নপ্রাশনের রীতি অনুযায়ী, শিশুর সামনে রাখা হয় ভাত, মাছ, মিষ্টি, সঙ্গে কিছু জিনিস— যেমন মাটি, কলম আর টাকা। শিশুর ভবিষ্যৎ নির্ধারণ নাকি এইসব জিনিসের যেটি সে আগে ছোঁবে, তার উপরেই নির্ভর করে, এমনটাই বিশ্বাস বাঙালির। অগ্নিদেবের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা জানার জন্য রূপসাও অধীর হয়ে আছেন। যদিও এই রীতি পালন তখনও কিছুটা বাকি, তবে প্রতীক্ষা যেন মিষ্টি আনন্দেই মোড়া।

রূপসা-সায়নদীপের এই আনন্দঘন দিনটি শুধু একটি পারিবারিক মুহূর্ত নয়, বরং তাদের ছেলের বড় হয়ে ওঠার পথের এক ধাপ অতিক্রমের স্বীকৃতি। অগ্নিদেবের অন্নপ্রাশন সব মিলিয়ে ছিল আবেগ, বিশ্বাস এবং পারিবারিক ঐতিহ্যের নিখুঁত মেলবন্ধন। সমাজ মাধ্যমে ছবি পোস্ট হতেই, কমেন্টবক্স ভরে গেছে শুভেচ্ছা বার্তায়। একরত্তির এই পথচলার সাক্ষী থাকল কাছের মানুষ সহ মা-বাবার অগণিত ভক্তরা।

Tolly Tales

                 

You cannot copy content of this page