জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ফের টিআরপি তালিকার শীর্ষে ‘পরশুরাম’, ফুলকি-জগদ্ধাত্রীতে জমজমাট লড়াই!

বাংলার ঘরে ঘরে সন্ধে মানেই টিভি সিরিয়ালের সময়। মা-ঠাকুমা থেকে শুরু করে মেয়েরা, এমনকি অনেক পুরুষ দর্শকও এখন টিভির সামনে বসে যান পছন্দের ধারাবাহিক দেখতে। এগুলোর চরিত্র, গল্প, টুইস্ট যেন একেকটা পরিবারের সদস্য। এই সংযোগই ধারাবাহিকগুলিকে ঘিরে তৈরি করেছে আবেগ ও আকর্ষণের জগৎ। গল্পে সুখ-দুঃখ, প্রেম-বিরহ—সবই যেন জীবনের প্রতিচ্ছবি।

টিআরপি যেন একটি সপ্তাহের ‘জনপ্রিয়তার পরীক্ষার ফলাফল’। কে এগোল, কে পিছোল—তা দেখেই অনুমান করা যায় কোন গল্পে কতটা আকর্ষণ তৈরি হয়েছে। এই সংখ্যার সঙ্গে দর্শকদের হৃদয়ের সম্পর্ক গভীর। তাই পছন্দের ধারাবাহিক প্রথম না হলে অনেক দর্শক মন খারাপও করেন! অন্যদিকে প্রিয় ধারাবাহিক যখন সেরার সিংহাসনে, তখন সেটাই হয়ে ওঠে গর্বের কারণ।

এই ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিটি সপ্তাহেই চলতে থাকে চরম টিআরপি যুদ্ধ। কখনও কেউ এগিয়ে যায় চমকপ্রদ টুইস্ট দিয়ে, তো আবার কেউ পিছিয়ে পড়ে ধীরগতির গল্পে। যেমন ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’—দুজনেই নিজেদের অবস্থান ধরে রাখতে লড়াই চালাচ্ছে। অন্যদিকে ‘পরশুরাম’ এখনও পর্যন্ত টুইস্ট ও অভিনয়ের জোরে দাপট দেখাচ্ছে।

এই সপ্তাহে ফের রাজত্ব করল ‘পরশুরাম’। ধারাবাহিকটি ৭.৪ পেয়ে সকলকে টপকে গেল। দ্বিতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (৭.৩)। তৃতীয় স্থান ‘জগদ্ধাত্রী’র দখলে, যেটি পেয়েছে ৭.০। এরপরে রয়েছে ‘রাঙামাটি’ (৬.৬) এবং ‘পরিণীতা’ (৬.৫)। অর্থাৎ টক্কর এখনও জারি রেখেছে শীর্ষ তিন ধারাবাহিক।

আরও পড়ুনঃ “ক্যান্সারে আক্রন্ত হন বাবা, ছোটবেলায়ই শিখেছিলাম কিভাবে সংসার টানতে হয়”, “অভিনয় নয়, কর্তব্য বেছে নিয়েছিলাম”— পর্দার আড়ালে এক বাস্তব যোদ্ধা দিতিপ্রিয়া রায়! অভিনেত্রীর জীবনের গল্প ছুঁয়ে যাবে হৃদয়!

আজকের (৩ জুলাই) সেরা ৫ ধারাবাহিকের টিআরপি তালিকা

  1. পরশুরাম – ৭.৪
  2. ফুলকি – ৭.৩
  3. জগদ্ধাত্রী – ৭.০
  4. রাঙামতি – ৬.৬
  5. পরিণীতা – ৬.৫

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।