জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রচুর কাজের অফার পেলেওএখন আর ছোটপর্দায় ফিরছেন না শ্যামৌপ্তি! মনের মতো কাজ না পেলে দূরেই থাকবেন অভিনয় থেকে!

নতুন ধারাবাহিকের খোঁজে এখন নিজেকে গুছিয়ে নিচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ ‘শ্যামৌপ্তি মুদলি’ (Shyamoupti Mudli)। এপ্রিলে শেষ হওয়া ‘অমরসঙ্গী’ (Amar Sangi) ধারাবাহিকের পর থেকে এখন পর্যন্ত অভিনয় থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রেখেছেন তিনি। প্রায় দু’মাসের বিশ্রামে রয়েছেন এই তরুণী অভিনেত্রী। শ্যামৌপ্তির কথায়, এতদিন একটানা ১৪ ঘণ্টা কাজ করে আসার পর শরীর-মনকে একটু বিশ্রাম দেওয়াটাই ছিল প্রাথমিক লক্ষ্য।

এই সময়টা তিনি কাজে লাগাচ্ছেন নিজের ফিটনেস আর মানসিক শান্তির জন্য। এখন রোজ সকালে নিয়মিত জিম করছেন, বই পড়ছেন, নিজেকে ভালোবাসছেন। এই দীর্ঘ বিরতির মধ্যে দিয়ে শ্যামৌপ্তি যেমন নিজের শরীরকে সময় দিচ্ছেন, তেমনই নিজের সৃজনশীল দিকটাকেও খুঁজে চলেছেন। এই সময়টা যেন নিজের সঙ্গে একটা বন্ধুত্বের সময় হয়ে উঠেছে তার কাছে।

অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকেও মন দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও থেমে নেই তাঁর ব্যস্ততা। শ্যামৌপ্তি এখন নতুন কিছু প্রজেক্টের কথা ভাবছেন, যদিও কাজের অফার অনেক এলেও এখনই কিছু শুরু করছেন না। কারণ, সব কাজেই যে নিজেকে দেখতে চান, তা নয়। চরিত্রে নতুনত্ব ও গভীরতা না থাকলে এখন আর সময় দিতে রাজি নন তিনি।

এরই মধ্যে শ্যামৌপ্তির কাছে বেশ কিছু নতুন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব এসেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যতক্ষণ না নিজের পছন্দের মতো কোনও চরিত্র পাচ্ছেন, ততক্ষণ পর্দায় ফিরছেন না। দর্শকরা তাঁকে যতই মিস করুন, শ্যামৌপ্তি জানেন, “নিজেকে ভালো না রেখে ভালো কিছু তৈরি করা সম্ভব নয়।” তাই নিজের দিকে কিছুটা নজর দিচ্ছেন এখন।

আরও পড়ুনঃ ফের টিআরপি তালিকার শীর্ষে ‘পরশুরাম’, ফুলকি-জগদ্ধাত্রীতে জমজমাট লড়াই!

অন্যদিকে, রনজয় বিষ্ণুকে নিয়ে তাঁর সম্পর্কের কথা নতুন কিছু নয়। বরাবরই দুজনকে একসঙ্গে দেখা যায়, কিন্তু সমাজ মাধ্যমে শ্যামৌপ্তির আপডেট দেখে বোঝা যাচ্ছে, তিনি একেবারেই অলস হয়ে পড়ে নেই। বরং নতুন এক পরিণত ও সংযত অভিনেত্রী হয়ে উঠছেন তিনি, যার প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন তাঁর অনুরাগীরা দিন গুনছেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।