ছোটপর্দার জনপ্রিয় মুখ রুবেল দাসকে এবার দেখা যাচ্ছে একেবারে অন্য ভূমিকায়। জি বাংলার নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’-তে (Tui Amar Hero) তিনি শুধু নায়ক নন, গল্পের ‘হিরো’ও। বিপরীতে রয়েছেন মোহনা মাইতি, যাঁদের জুটি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ধারাবাহিকটি সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন সন্ধ্যে ৬টায়, গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আরশি নামের এক কিশোরী। বাস্তব জীবনের চাপে, পরিবারের দায়িত্বে, সে নিজের প্রতিভাকে গুটিয়ে রেখে পাড়ি দেয় শুটিং সেটে একজন কর্মী হিসেবে কাজ করতে।
আর সেখানেই তাঁর সুপারস্টার শাক্যজিতের সঙ্গে সাক্ষাৎ হয়। সুপারস্টার, যাঁর গ্ল্যামার আর খ্যাতি যতই থাকুক, জীবন জুড়ে রয়েছে সম্পর্কের জটিলতা। শাক্যজিৎ মুগ্ধ মধুবনী নামক এক উচ্চাকাঙ্ক্ষী সহ-অভিনেত্রীতে। তবে কাহিনির বাঁকে ঘটে অপ্রত্যাশিত ঘটনা—আরশির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় শাক্যজিৎ। পরিস্থিতির চাপে শুরু হওয়া এই সম্পর্ক, কিন্তু এরই মাঝে জন্ম নেয় বিদ্বেষ। মধুবনীর মনে জমে থাকা রাগ, হিংসা এবং প্রতিশোধস্পৃহা ঘনীভূত হয় গল্পের প্রতি মোড়ে।
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সেখানে দেখা যাচ্ছে, শাক্যজিতের শ্যুটিং সেটে হানা দিয়েছে পুলিশ। অভিযোগ—সেখানে চলছে অ’শ্লী’ল ভিডিওর শুটিং, এবং সেই ফাঁদে পড়ে আরশি। তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় পুলিশ, যদিও দর্শকদের অনেকেই বুঝে গিয়েছেন, এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে মধুবনী। কিন্তু এখানেই থেমে থাকছে না দর্শকদের প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, “এ কী ধরনের পারিবারিক ধারাবাহিক?”
‘পারিবারিক’ তকমার ধারাবাহিকে এমন দৃশ্য কতটা সমুচিত—তা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কেউ বলছেন, “বাচ্চারা মায়েদের সঙ্গে বসে সিরিয়াল দেখে, এ ধরনের গল্পকাঠামো শিশুদের মনে কোন প্রভাব ফেলবে?” কারও মত, “শিল্পের নামে অবমাননা, এক্ষুনি বয়কট করা উচিৎ এই চ্যানেল!” আবার কেউ বলেছেন,”আগে বেশ ভালো লাগছিল এই ধারাবাহিক, এবার দেখছি আর দেখা যাবে না!”
আরও পড়ুনঃ প্রচুর কাজের অফার পেলেও
এখন আর ছোটপর্দায় ফিরছেন না শ্যামৌপ্তি! মনের মতো কাজ না পেলে দূরেই থাকবেন অভিনয় থেকে!
সব সমালোচনা সত্ত্বেও, স্টোরিলাইনে এমন মোড়ই রাখতে চায় নির্মাতারা, যেখানে দর্শককে পরের পর্বে টেনে আনার রহস্যে থাকবে । আরশি কীভাবে প্রমাণ করবে নিজের নির্দোষিতা, শাক্যজিত আসলে কতটা পাশে দাঁড়াবে, মধুবনীর দম বন্ধ করা চাল কি উল্টো ঘুরে যাবে—এই সব প্রশ্নের উত্তরই ঠিক করবে ধারাবাহিকের পরবর্তী টিআরপি-দৌড়। আপাতত প্রোমোর তীব্র চমকেই স্পষ্ট, ‘তুই আমার হিরো’ নতুন মাত্রার ঝুঁকি নিতে দ্বিধা করছে না।