জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জীবনের ঝুঁ’কি নিয়ে ন্যায়বিচারের লড়াইয়ে পারুল! ভূমিপুত্র আশুতোষ ফিরতেই গর্জে উঠল ন্যাড়া-গোয়াল! দাদুর হুঙ্কারেই ফিরল হুঁশ, টাকা ছেড়ে আন্দোলনে নামল গ্রামবাসী! রথযাত্রার মাঝেই গুলিবিদ্ধ পারুল! এই ষড়যন্ত্রের পেছনে কে?

জি বাংলার ‘পরিণীতা’র (Parineeta) আজকের পর্বের শুরুতেই দেখা যায় রিলিফ ক্যাম্পে পৌঁছে পারুল-গোপালের খোঁজ করতে থাকেন তাঁদের মা। সেখানকার লোকেরা জানায় পারুলরা হাসপাতালে চিকিৎাধীন আছে। বলতে না বলতেই পারুল আর গোপালকে নিয়ে রায়ান-রুক্মিণী সেখানে উপস্থিত হয়।

তাঁদের দেখে সবাই খুব খুশি হয়, পারুলকে ক্যাম্পের সদস্যরা সাধুবাদ জানায়। তারা বলে, পারুল না থাকলে বাকি দুটি গ্রামের মতো ন্যাড়া-গোয়ালও শ্মশান হয়ে যেত। এদিকে পারুল তাদেরকে জানতে চায় যে বি’স্ফো’রণের পেছনে কার হাত আছে। তারা নাম না বলতে পারলেও বলে, যে তিনি ক্ষতিপূরণের টাকা দিতে গ্রামে আসবেন।

Parineeta, Zee Bangla, Bangla Serial, Uday Pratap Singh, Ishani Chatterjee, Surabhi Mallick, Parul, Rayan, Shireen, New Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, উদয় প্রতাপ সিংহ, ঈশানী চ্যাটার্জী, সুরভি মল্লিক, শিরীন, নতুন পর্ব

পারুল জানিয়ে দেয়, ক্ষতিপূরণের টাকা তারা নেবে না বরং কারখানা বন্ধ করতে হবে এটাই তাদের দাবি। কিন্তু পারুলকে কেউ সমর্থন করে না, সবাই টাকার লোভে পারুলকে দুষতে থাকে। পারুল বোঝায়, যে এই থাকা নেওয়া মনে অপরাধের অংশ হওয়া আর নিজেকে বিক্রি করে দেওয়া। তাও কোনও লাভ হয় না। পারুলের মাথায় একটা বুদ্ধি আসে।

পারুল বলে, এই পরিস্থিতিতে যদি কেউ গ্রামের লোকেদের একসঙ্গে করে প্রতিবাদে সামিল করতে পারে, তিনি এখানের ভূমিপুত্র আশুতোষ বসু। দাদুকে পারুল এরপর ফোন করে সবটা বলে। পরবর্তীতে দেখা যায়, গ্রামে বিচারসভা বসেছে। শিরীনের মা বলেন, যারা বেঁচে আছে তাদের দুই লক্ষ টাকা আর যারা মারা গেছে তাদের পাঁচ লক্ষ টাকা দেবেন।

সবাই তাড়াতাড়ি টাকা নিয়ে চলে যায়, এমন সময় দাদু সেখানে উপস্থিত হন। তিনি বলেন, তিনি থাকতে কে ওই টাকায় হাত দেয় তিনিও দেখবেন। সবাই নিজের ভুল বুঝতে পেরে টাকা নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে যায় আর কারখানা বন্ধের আন্দোলনে সামিল হয়। পরদিন গ্রামে রথ উদযাপন চলছে, এমন সময় এক ব্যক্তি পারুলকে গুলি করে।

Piya Chanda