জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

হঠাৎ গল্প থেকে গায়েব ‘ধ্রুব’! ‘মিত্তির বাড়ি’ ছাড়ছেন আদৃত রায়? বদলে যাবে নায়কের মুখ? তীব্র জল্পনা টলিপাড়ায়

টেলিভিশনের পর্দা মানেই দর্শকদের নস্টালজিয়া, আবেগ আর কিছু চরিত্রের সঙ্গে এক অদ্ভুত আত্মিক টান। তেমনই একটি চরিত্র ‘ধ্রুব’, অর্থাৎ আদৃত রায়। যিনি একসময় ‘মিঠাই’-এর হাত ধরে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই জনপ্রিয়তা নিয়ে কামব্যাক করেছিলেন নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’-তে। কিন্তু সম্প্রতি তার অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা। ধারাবাহিকে নেই তার ছায়াও, নেই কোনও পরিষ্কার উত্তর—কোথায় গেলেন আদৃত?

ধারাবাহিকের সূচনা লগ্ন থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার কমতি ছিল না। ‘মিঠাই’-এর সাফল্যের পর আদৃতের নতুন ধারাবাহিককে ঘিরে প্রত্যাশাও ছিল চূড়ান্ত। প্রথমদিকে বেশ কয়েকবার টাইম স্লট পরিবর্তন হলেও এখন ধারাবাহিকটি সম্প্রচার হচ্ছে রাত ১০টা ১৫ মিনিটে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা কিছুটা যেন ম্লান হয়েছে। আর এই পরিস্থিতিতেই একদিন হঠাৎ করেই গল্প থেকে অদৃশ্য হয়ে যান মূল চরিত্র ধ্রুব।

ধারাবাহিকে দেখানো হচ্ছে, ধ্রুব নিখোঁজ। তাকে খুঁজে বের করতে মরিয়া হয়ে পড়েছে জোনাকি। দর্শকরাও বুঝে উঠতে পারছেন না—গল্পের মোড় ঘোরাতে এই প্লট? নাকি এর পেছনে লুকিয়ে অন্য কোনও কারণ? কারণ বাস্তবেও দীর্ঘদিন আদৃতকে দেখা যাচ্ছে না ‘মিত্তির বাড়ি’-র সেটে। সোশ্যাল মিডিয়াতেও তিনি এই ধারাবাহিক নিয়ে কিছুটা তির্যক মনোভাব প্রকাশ করেছেন বলেই মনে করছেন অনেকে।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি আদৃত রায় ‘মিত্তির বাড়ি’ ছেড়ে দিচ্ছেন? তার ধারাবাহিক অনুপস্থিতি এবং ব্যক্তিগত মতামত থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও প্রযোজনা সংস্থা কিংবা অভিনেতার তরফ থেকে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও পড়ুনঃ ছোটপর্দার হিট জুটি এবার বড়পর্দায়! বড়পর্দায় বামাক্ষ্যাপা হচ্ছেন সব্যসাচী, মা তারা রূপে ধরা দেবেন পায়েল! শুরু হয়েছে শ্যুটিং, কবে দেখা যাবে পর্দায়?

তবে সূত্রের খবর অনুযায়ী, আদৃত এখনও ধারাবাহিক ছাড়েননি। আপাতত চরিত্রটি নিখোঁজ হিসেবে দেখানো হলেও, শিগগিরই গল্পে ধ্রুবর প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। দর্শকরাও তাই অপেক্ষায়, প্রিয় চরিত্রটিকে আবার কবে দেখবেন টিভির পর্দায়। শেষ পর্যন্ত আদৃত ফিরছেন কি না, তার উত্তর সময়ই দেবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।