জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“মা বকাবকি করে, রান্নাও পারে না” — অর্পিতা মুখার্জির গোপন ফাঁস করল মেয়ে ঐশানি! পর্দার পেছনে স্নেহময়ী মা অর্পিতা, মেয়ের মুখে জানা গেল অজানা অধ্যায়!

বাংলা টেলিভিশনের এক সুপরিচিত মুখ অভিনেত্রী ‘অর্পিতা মুখার্জি’ (Arpita Mukherjee)। নেগেটিভ হোক বা পজিটিভ, ছোট পর্দায় তাঁর অভিনয়ের দক্ষতা বারবার দর্শকদের মুগ্ধ করেছে। বর্তমানে ‘কথা’ (Kothha) এবং ‘রাজ রাজেশ্বরী রানী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) -তে তাঁকে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্রে। কিন্তু ক্যামেরার বাইরের অর্পিতা আসলে কেমন?

এবার সেই অজানা দিকটি সামনে আনল তাঁর মাত্র দশ বছরের মেয়ে, ঐশানি। এদিন এক সাক্ষাৎকারে ঐশানিকে জিজ্ঞেস করা হয়, তার মা কি বাড়িতে রান্না করেন? সরল স্বীকারোক্তি ঐশানির, “মা রান্না একেবারেই পারেন না। তবে মাঝেমধ্যে নতুন কিছু রান্না ট্রাই করে। আর সেটা আমি খুবই পছন্দ করি।” যদিও রান্নার অভাবে বাড়িতে মায়ের অবদান কমেছে, এমনটা একেবারেই নয়।

বরং মেয়ের গলায় গর্বের সুর, “আমার মা এই ইন্ডাস্ট্রিতে থেকেও আমাকে প্রচুর সময় দেয়।” রিল লাইফে কড়া মেজাজের চরিত্রে দেখা গেলেও, রিয়েল লাইফে অর্পিতা বেশ সংবেদনশীল এবং দায়িত্ববান। ঐশানির মতে, “মা খুব বকাবকি করে, কিন্তু কারণ ছাড়াও নয়। আমি একটু বেশি দুষ্টুমি করি!” একদিকে ছোট্ট মেয়ের নানান আবদার, অন্যদিকে তার পড়াশোনার দায়িত্ব।

সব সামলে কাজের দুনিয়াতেও নিজেকে প্রমাণ করে চলেছেন অর্পিতা। এই সমস্ত কিছুই সম্ভব হয়েছে পরিবারের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে, জানালেন অভিনেত্রী নিজেই। তিনি বলেন, “আমার অভিনয়ের জার্নিতে আমার মা-বাবা এবং শ্বশুর-শাশুড়ি আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছেন। যখন ঐশানির জন্ম হয়, তখন আমি ওকে পুরো সময় দিতে পারিনি।

আরও পড়ুনঃ পুরনো শাড়ির গন্ধে জেগে উঠল অপুর পুরনো স্মৃতি! আয়নায় দেখা দিল রহস্যময় নারী! স্বপ্নে দেখা নারী এবার বাস্তবে ধরা দিল, অদ্ভুত আচরণ শুরু অপুর! রাজনন্দিনী শাড়ি পড়েই স্টেজে উঠল অপু, মুহূর্তে কেঁপে উঠলেন আর্যর মা!

সেই সময় আমার শাশুড়িই ওকে সামলেছেন।” তবে ছুটির দিনে মেয়ের সঙ্গে সময় কাটানো যেন অভিনেত্রীর কাছে এক অব্যর্থ আনন্দ। পরিবার আর কেরিয়ারের ভারসাম্য বজায় রেখে যে ভাবে এগিয়ে চলেছেন অর্পিতা, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পর্দার আলোর বাইরে, বাস্তবের অর্পিতা এক কঠিন লড়াইয়ের যোদ্ধা, আবার স্নেহময়ী এক মা।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।