বাংলা ধারাবাহিকে এক বিশেষ পরিচিত মুখ অভিনেত্রী ‘মানসী সেনগুপ্ত’ (Manosi Sengupta), যিনি ইতিবাচকের থেকে নেতিবাচক চরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। চলতি বছরে সদ্যই তিনি মা হয়েছেন, তবু মাতৃত্বের পর পরই আবার শুটিংয়ে ফিরেছেন। এখন তিনি অভিনয় করছেন ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani) ধারাবাহিকে, সেখানেও তার চরিত্রটি বরাবরের মতো নেগেটিভ।
প্রতিবার একই ধাঁচের চরিত্রে অভিনয় করতে করতে নিজেকে হারিয়ে ফেলেন কি মানসী? না, পজিটিভ চরিত্রের চেয়ে নেগেটিভ চরিত্রেই বেশি স্বচ্ছন্দ মানসী। কারণ হিসেবে জানান, এই চরিত্রগুলিতে অনেক বেশি এক্সপেরিমেন্ট করার সুযোগ থাকে। বিষ মেশানো, মানুষ খুন করা বা জেলে যাওয়া—এই নাটকীয় মুহূর্তগুলিকে উপভোগ করেন তিনি।
এদিন এক সাক্ষাৎকারে মানসী জানান, একাধিক ধারাবাহিকে বারবার জেলযাত্রার দৃশ্য করতে হয়েছে তাঁকে। এই প্রসঙ্গে মজার ছলে বলেন, “সত্যি বলতে কি, প্রচুরবার জেলে গিয়েছি!” এমনকি ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের সময়ে তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং সেই সময়েও জেলের দৃশ্য করতে হয়েছিল।
তাঁর মতে, পজিটিভ চরিত্রের অনেক সীমাবদ্ধতা থাকে। আর এই বাধ্যবাধকতার মধ্যে থাকাটা তার পছন্দ নয়। বরং নেগেটিভ চরিত্রে অভিনয় করলেই তিনি নিজের সেরা পারফরম্যান্স দিতে পারেন, এমনটাই বিশ্বাস মানসীর। এমনকি রাস্তায় লোকেরা যখন পর্দার চরিত্র টেনে তাঁকে কটুক্তি করেন, প্রশংসা এবং সফলতা হিসেবে নিয়ে থাকেন সেগুলো। চট করে কোনও কিছু গায়ে মাখেন না তিনি।
আরও পড়ুনঃ “সুস্মিতা শুধু আমার বৌদি না!” “একটা খারাপ সম্পর্ক ভেঙে যাওয়াটাই ভালো!”— সায়ক এবার মুখ খুললেন দাদা-বৌদির বিচ্ছেদ প্রসঙ্গে! সম্পর্ক ভাঙলেও সম্মান রইলো! ভাই হিসেবে সায়কের পরিণত মানসিকতা নজর কাড়লো নেটপাড়ার!
এদিন তিনি মজা করে আরও বলেন, “এবারের ধারাবাহিকে হয়তো জেলে যেতে হবে না!” এমন মজা করে তিনি বললেও, দর্শকদের জন্য এটা একটা নতুন মোড় হতে চলেছে। সবমিলিয়ে বলা ভালো, তাঁর স্পষ্ট বক্তব্য ও সাহসী মনোভাব আবারও প্রমাণ করল, পর্দার ভিলেন হোক কিংবা মা—মানসী সেনগুপ্ত বরাবরই চেনা ছকের বাইরে চলতেই বেশি পছন্দ করেন, এই এটাই তাঁকে চিনিয়ে দেয়।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।