সোশ্যাল মিডিয়ার যুগে সেলেব সন্তানরা প্রায়শই হয়ে ওঠে ভাইরাল সেনসেশন। কখনও মজার কাণ্ড, কখনও ছোট্ট ছোট্ট খুনসুটি—নেটপাড়ার নজর কখনও এড়ায় না তাদের দিক থেকে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনি সেই তালিকায় একেবারে উপরের দিকে। তাদের প্রতিটি ভিডিও ঘিরেই থাকে তুমুল আগ্রহ।
সম্প্রতি রাজ-শুভশ্রীর ছোট মেয়ে ইয়ালিনির একটি ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দর্শকের কৌতূহল বেড়ে যায়। কারণ, এই ভিডিওতে ছোট্ট ইয়ালিনিকে দেখা যাচ্ছে এমন কিছু করতে, যা অনেক বড়রাও হুবহু পারবে না। সে নাকি একেবারে মায়ের স্টাইলে কথা বলছে! ঠিক যেমন কথা বলেন শুভশ্রী, তেমন ভাবেই কথা বলে উঠেছে ইয়ালিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্কুল থেকে ভাই ইউভানকে নিয়ে ফিরছে ইয়ালিনি ও শুভশ্রী। গাড়িতে বসে শুভশ্রী কথা বলছেন ক্যামেরার সামনে। আর ঠিক তখনই মা যেভাবে ক্যামেরায় ‘হাই’ বলেন, ইয়ালিনিও একই কায়দায় বলে ওঠে ‘হাই’! ছোট্ট মেয়েটির মুখের অভিব্যক্তি, কথা বলার ভঙ্গি—সব যেন একদম মায়ের ছায়া।
এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইনস্টাগ্রাম ও ফেসবুকে। মা-মেয়ের এই খুনসুটিতে মজে উঠেছেন নেটদুনিয়ার বাসিন্দারা। কেউ লিখেছেন, “ছোট বয়সেই নায়িকা তৈরি!” কেউ আবার বলেছেন, “মায়ের কার্বন কপি ইয়ালিনি।” আরেকজন মন্তব্য করেছেন, “ইউভানের পর ইয়ালিনিও যেন হয়ে উঠছে ভাইরাল স্টার!”
আরও পড়ুনঃ মুখে হাসি নেই, চোখে কালি… ভিডিয়োয় বিধ্বস্ত অনামিকা! হঠাৎ কী ভয়ংকর ঘটনা ঘটল অভিনেত্রীর সঙ্গে?
শুভশ্রী ও রাজ চক্রবর্তীর এই দুই সন্তান যে পর্দার বাইরেও কতটা জনপ্রিয় হয়ে উঠেছে, তা এই ভিডিও থেকেই স্পষ্ট। অনেকেই বলছেন, এত ছোট বয়সেই ক্যামেরার সামনে এমন স্বাভাবিক অভিনয় একমাত্র স্টার কিডরাই পারে। নেটদুনিয়ার ভালোবাসা যেন দিনদিন বেড়েই চলেছে এই দুই ভাইবোনের জন্য। আর ইয়ালিনির এই মিষ্টি নকলবাজি তার ভবিষ্যতের আভাস দিচ্ছে বলেই মনে করছেন অনেকেই।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।