জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপুর মুখে বি’স্ফো’রক স্বীকারোক্তি! বিয়ের কথা আগেই নাকি পাকা অপুর! কিঙ্করকে নিজের জায়গা দেখিয়ে দিল আর্য! অর্কর রহস্যময় আচরণে কাঁপছে মানসী, মুখ ফসকে কি এমন বলে ফেলল আর্য?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, হঠাৎ রাত-বিরাতে আর্যকে দেখে কিছুটা চমকে যান অপুর মা-বাবা। অপু জানায় আর্য একজন নার্সের খোঁজ করছেন মীরার মায়ের জন্য। এরপর শেফালির কাছে আর্যকে নিয়ে যায় অপু। শেফালী জানায় সে সব পারে কিন্তু নার্সের ডিগ্রি নেই। আর্য অপুর উপর ভরসা করে শেফালিকে কাজটা দিয়ে দেয়।

সবাই চলে যেতেই, রুম্পাকে শেফালী বলে যে এতো কিছুর পরেও অপু সব ভুলে তাদের সাহায্য করল। আর্যর সঙ্গে অপুর বিয়ে হলে ভালোই হবে। অন্যদিকে আর্ককে কিঙ্কর মাথা ব্যথার ওষুধ খাইয়ে ঘুমাতে পাঠিয়ে দেয়। অর্কর এমন অদ্ভুত আচরণ দেখে মানসীর মনে হাজারো প্রশ্ন জাগে। অর্ক কেন এমন করছে, কি গোপন করছে সবাই সেটা মানসী জেনেই ছাড়বে ঠিক করে।

ততক্ষণে আর্য বাড়িতে এসে পড়ে, আর কিঙ্করকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। কিঙ্কর আর্যকে নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করলেও সে পাত্তা দেয় না। উল্টে অপুর বাড়িতে টাকার ব্যাগ রেখে আসার কথা তুলে অপমান করে আর্য। আর্য সোজাসুজি কিঙ্করকে জানায়, ভবিষ্যতে এমন কিছু করতে না যাতে করে আরও ছোট হতে হয় সবার চোখে। কিঙ্করকে সবাই আর্যর ছায়া বলে।

কিন্তু ছায়া হাজার দোষ করলেও আসল মানুষটাকেই সবাই ধরে। অর্ককে নিয়ে আর্য আর মায়ের মধ্যে কথা হচ্ছে এমন সময় মানসী এসে আর্যকে জেরা করতে থাকে, মুখ ফসকে আর্য বলে ফেলে যে অল্প বয়সে কাছের মানুষ হারিয়ে অর্কর এমন অবস্থায় হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাজলক্ষ্মী অর্ক বাবাকে হারিয়ে এমন হয়েছে বলে।

আরও পড়ুনঃ ‘এই বয়সে এসে মাকে অপমানিত হতে হচ্ছে…’ বিচ্ছেদের নেপথ্যে মায়ের দোষ! তীব্র প্রতিক্রিয়া অভিনেত্রী সুস্মিতার

এদিকে ছাদে কথা বলতে থাকে অপু আর রুম্পা, হঠাৎ করে রুম্পা লক্ষ্য করে অপুর বাড়িতে কেউ একজন আসছে। অপু ঘরে গিয়ে দেখতে পায় ঘটক এসেছে তার বিয়ের সম্বন্ধ নিয়ে। এক একটা পাত্র আগেরটার থেকে ভালো, তবুও অপু বিয়ে করবে না বলে। হঠাৎ অপু জানায়, তার বিয়ের কথা আগেই ঠিক হয়ে আছে!

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।