জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘পরশুরাম’ টিআরপি-তে শীর্ষে, ‘দাদামণি’র পতন কি শুরু প্রথম থেকেই? চমক আজকের টিআরপি তালিকা!

বাংলার ঘরে ঘরে প্রতিদিন সন্ধের পরে শুরু হয় টেলিভিশনের সামনে বসার এক অলিখিত নিয়ম। অফিসের ক্লান্তি, স্কুলের হোমওয়ার্ক বা রান্নাঘরের ব্যস্ততা শেষে পরিবারের সকলেই টিভির সামনে একত্রিত হন প্রিয় ধারাবাহিক দেখতে। ঠিক তখনই পর্দায় জীবন্ত হয়ে ওঠে নায়ক-নায়িকার দুঃখ-কষ্ট, প্রতিশোধের আগুন কিংবা পারিবারিক টানাপড়েন। এই ধারাবাহিকগুলোর সঙ্গে গড়ে ওঠে এক আত্মিক সম্পর্ক।

মা মেয়ের সম্পর্ক হোক বা ভাই-বোনের ঝগড়া, প্রেমে বিশ্বাসঘাতকতা হোক বা সংসারের চ্যালেঞ্জ—সব কিছু যেন প্রতিফলিত হয় প্রতিটি পর্বে। ধারাবাহিকগুলোর চরিত্রগুলো হয়ে ওঠে পরিবারের সদস্যের মতো। যেমন ‘পরশুরাম’-এর আদর্শ পুরুষত্বে মানুষ খোঁজেন আজকের নিখুঁত জামাইকে, আবার ‘ফুলকি’-তে মধ্যবিত্ত জীবনের সংগ্রাম মনে করায় নিজের জীবনের লড়াইকে। এভাবেই প্রতিদিনকার জীবনে ধারাবাহিক হয়ে ওঠে এক আবশ্যিক সঙ্গী।

এই আত্মিক সম্পর্কই নির্মাণ করে টিআরপি-র সাম্রাজ্য। কে কত বেশি দর্শকের মন জয় করতে পারছে, তার মাপকাঠি এই টিআরপি (TRP)। সপ্তাহের শেষে হিসেব হয় কোন ধারাবাহিক পেল সেরা আসন, আর কে পিছিয়ে পড়ল। শুধু নির্মাতারা নয়, দর্শকরাও চোখ রাখেন এই তালিকায়। কারণ এখানেই লুকিয়ে থাকে কোন গল্প মানুষের মনের সঙ্গে সত্যিই সংযোগ স্থাপন করতে পারছে।

এই সপ্তাহে ৭.৫ রেটিং নিয়ে শীর্ষে রয়েছে ‘পরশুরাম’—চরিত্রের শক্তিশালী গঠন ও গল্পের গতি একে করেছে দর্শকের প্রথম পছন্দ। দ্বিতীয় স্থানে ‘ফুলকি’ (৭.১), যার টানটান গল্প এখনও ধরে রেখেছে আগ্রহ। তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’ ও ‘চিরসখা’, দুটিই পেয়েছে ৬.৮ রেটিং। চতুর্থ স্থানে রয়েছে ‘রাণী ভবানী’ (৬.৭)। পঞ্চম স্থানে রয়েছে ‘রাঙামাটি’ ও ‘পরিণীতা’, দুটির রেটিং ৬.২।

আরও পড়ুনঃ অপুর মুখে বি’স্ফো’রক স্বীকারোক্তি! বিয়ের কথা আগেই নাকি পাকা অপুর! কিঙ্করকে নিজের জায়গা দেখিয়ে দিল আর্য! অর্কর রহস্যময় আচরণে কাঁপছে মানসী, মুখ ফসকে কি এমন বলে ফেলল আর্য?

আজকের সম্পূর্ণ টিআরপি লিস্ট

BT •• পরশুরাম 7.5 👑
2nd •• ফুলকি 7.1
3rd •• জগদ্ধাত্রী, চিরসখা 6.8
4th •• রাণী ভবানী 6.7
5th •• রাঙামতি, পরিণীতা 6.2
Trending!
দাদামণি 5.8

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।