জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“ছবিটা আমার নয়, কেমন ছাপরির মতো দেখতে!” “কেউ পিছনে ছু’রি মারছে!”— অশ্লী’ল ছবির কেলেঙ্কারিতে নাম জড়াতেই ক্ষোভে ফেটে পড়লেন ঋত্বিক! ফাঁসানো ছবির কাঁদুনি অভিনেতার! সাইবার সেলে করেছেন অভিযোগ!

এই মুহূর্ত ন’গ্ন ছবি ভাইরালের কেলেঙ্কারিতে উত্তাল টলিউড। ‘আনন্দী’ (Anondi) ধারাবাহিকের জনপ্রিয় মুখ ‘ঋত্বিক মুখোপাধ্যায়’ (Writwik Mukherjee) -এর নাম জড়িয়ে পড়েছে এই বিতর্কে। পাশাপাশি, ‘কথা’ ধারাবাহিকের মুখ্য অভিনেতা ‘সাহেব ভট্টাচার্য’র (Saheb Bhattacharya) নামও উঠে এসেছে একই প্রসঙ্গে। যদিও সাহেব এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটেছেন। ফেসবুক প্রোফাইলে কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন তিনি।

শোনা যাচ্ছে, সাইবার সেলের শরণাপন্নও হয়েছেন অভিনেতা। তবে ঋত্বিক আর চুপ করে থাকলেন না। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। ঋত্বিক জানালেন, সেই ভাইরাল ছবি আসলে তাঁর নয়, বরং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো। অভিনেতার কথায়, প্রথমে তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দেননি। কিন্তু পরে কাছের মানুষদের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে নড়ে বসেন।

তাঁর কথায়, “প্রথমে ভাবছিলাম কাজের ব্যস্ততায় সময় নষ্ট করব না। কিন্তু যখন বুঝলাম, বিষয়টা আমার সুনাম নষ্ট করতে পারে, তখনই সাইবার সেলের দ্বারস্থ হই। ওরা বলেছে ব্যবস্থা নেওয়া হয়েছে।” তবে বিষয়টিকে শুধুই ফেক কনটেন্ট বলে উড়িয়ে দেননি ঋত্বিক। তাঁর দাবি, এই কাজ যে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসাতে করা হয়েছে, তা স্পষ্ট। তিনি জানান, “যারা আমাকে ছোট থেকে চেনে, তারা সবাই বলছে, ওই ছবি একেবারেই আমার মতো নয়।

আমার নিজেকে কখনও ওরকম ‘ছাপরি’র মতো
দেখতে লাগেনি।” অভিনেতা স্পষ্ট ভাষায় বলেন, “এটা একটা ঘৃণ্য ষড়যন্ত্র। কে বা কারা আমার পিছনে ছুরি মারছে, সেটা সময়ই বলবে।” এই প্রসঙ্গে অভিনেতার অভিযোগ, কারও ব্যক্তিগত ইমেজ নষ্ট করার এই প্রবণতা সমাজের এক গভীর অসুখ। তিনি মনে করেন, সমাজ মাধ্যমে ভুয়ো কনটেন্ট ভাইরাল করা আজকাল সহজ হয়ে দাঁড়িয়েছে আর সেটার শিকার হতে হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের।

আরও পড়ুনঃ ‘পরশুরাম’ টিআরপি-তে শীর্ষে, ‘দাদামণি’র পতন কি শুরু প্রথম থেকেই? চমক আজকের টিআরপি তালিকা!

তাঁর কথায়, “এভাবে কারও ভাবমূর্তি নিয়ে খেলা মেনে নেওয়া যায় না।” শেষে ভক্তদের উদ্দেশে ঋত্বিক বার্তা দিয়েছেন, “তোমরা যারা এতদিন ধরে আমাকে দেখছো, জানো আমি কেমন, তারা যেন এক ভিডিও দেখেই ভুল সিদ্ধান্ত না নেয়। সত্যিটা সামনে আসবেই। আমি খুব শিগগিরই এই বিষয়ে অফিসিয়াল বিবৃতি দেব।” বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অভিনেতার এই অবস্থান নতুন আলো ফেলল পুরো ঘটনাতেই।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।