বাংলা ধারাবাহিক জগতের অন্যতম পরিচিত মুখ শ্রুতি দাস। ছোটোপর্দায় একের পর এক সফল চরিত্র উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে গত দেড় বছর ধরে আর দেখা যাচ্ছে না টিভির পর্দায়। তার অনুরাগীদের অনেকেই অপেক্ষায় দিন গুনছেন, কবে আবার ফিরবেন প্রিয় অভিনেত্রী।
টানা কাজের পরে শ্রুতি নেন একটি বিরতি। এই বিরতির পরে ‘রাঙাবউ’ ছিল তার ছোটোপর্দায় ফিরে আসার প্রথম কাজ। এই ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে দর্শক যেমন তাকে ভালোবেসেছে, তেমন শ্রুতিও চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিলেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই চরিত্রে ব্যবহৃত আলতা, সিদুর, চুড়ির একটি ছবি পোস্ট করে নস্ট্যালজিয়ায় ভেসেছেন শ্রুতি।
ইনস্টাগ্রামে ছবির সঙ্গে ক্যাপশনে শ্রুতি লেখেন, “চেষ্টা করি প্রত্যেকবার প্রত্যেকটি চরিত্র থেকে বেরিয়ে যাওয়ার পর তার স্মৃতি টুকু সযত্নে তুলে রাখতে। কাটোয়ার বাড়ি এসে ঘর গোছাতে গিয়ে আবার চোখের সামনে সব ভেসে উঠলো।” এরপরই তিনি উল্লেখ করেন, “‘রাঙাবউ’ আমার দু’বছর বিরতির পর কামব্যাক প্রজেক্ট ছিলো। আশা করি এই দু’বছরের ছোটোপর্দা থেকে বিরতির পর আবার একদিন সবার ঘরে ঘরে ফিরে আসবো সবার আশীর্বাদে।”
আরও পড়ুনঃ “ছবিটা আমার নয়, কেমন ছাপরির মতো দেখতে!” “কেউ পিছনে ছু’রি মারছে!”— অশ্লী’ল ছবির কেলেঙ্কারিতে নাম জড়াতেই ক্ষোভে ফেটে পড়লেন ঋত্বিক! ফাঁসানো ছবির কাঁদুনি অভিনেতার! সাইবার সেলে করেছেন অভিযোগ!
ছোটোপর্দা থেকে কিছুটা দূরে থাকলেও দর্শকদের ভালোবাসা এখনও তার কাছে অমূল্য, এমনটাই জানালেন শ্রুতি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো।” যদিও আপাতত কোনও ধারাবাহিকে তার ফেরার খবর সামনে আসেনি, তবে অভিনেত্রীর এই পোস্ট দেখে স্পষ্ট—ফেরার ইচ্ছা রয়েছে প্রবল। শ্রুতির এই আবেগঘন বার্তা অনুরাগীদের মধ্যে আবারও আশা জাগিয়েছে—হয়তো খুব তাড়াতাড়ি পর্দায় ফিরবেন পাখি।