জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অপুর কাঁধে বড় দায়িত্ব, প্রেম ভুলে এখন কেরিয়ার-স্বপ্নে মন! মিথ্যে মেসেজ করে আর্যকে ফাঁদে ফেলল মীরা! স্মৃতি হারাচ্ছে অর্ক! মানসীর প্রশ্নে ধরা পড়বে গোপন রহস্য? তারাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে?

জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, অপুর জন্য ঘটক সম্বন্ধ নিয়ে এসেছে বাড়িতে। অপুর মা তিনজন পাত্রকে পছন্দ করে অপুর মতামত চায়। অপু না করে দিয়ে জানায়, তার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে অন্য একজনের সঙ্গে। অপমানিত বোধ করে ঘটক সেখান থেকে চলে যায়।

অপুর মা খুব বিরক্ত হন এই কথায়, অপুর বাবা আশঙ্কা করে আর্য সম্বন্ধে এই কথা বলছে অপু। মা জিজ্ঞাসাবাদ করার অপু জানায়, সে বিয়ে করবে না বলেই এই কথা বলেছে। এই মুহূর্তে তার প্রমোশন হওয়ায় কাজের চাপ অনেক বেড়েছে, তাই বিয়ে নিয়ে ভাবার সময় নেই বলেই জানিয়ে দেয় অপু। মনে মনে যদিও আর্যর সঙ্গেই ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, তবুও মা-বাবাকে জানাতে পারে না সে।

রাতের বেলা তারাসুন্দরী মায়ের কথা মনে করে, অপু-আর্য দুজনের কেউই ঘুমাতে পারে না। আর্য ভাবে অপুর জন্য তুলে রাখা ফুল কাকতালীয়ভাবে অপুর কাছে পৌঁছে যাওয়ায় কোনও ইঙ্গিত রয়েছে ভগবানের। এদিকে তারাসুন্দরীর ভবিষ্যৎবাণী মনে করে অপুরও ঘুম আসে না। অপুর মা-বাবা জেগে যায় মেয়েকে চিন্তায় দেখে। অপুকে জিজ্ঞেস করতেই সে জানায়, যোগ্যতা অনুযায়ী অনেক বেশি দায়িত্ব পেয়ে গেছে।

সবার চোখে নিজেকে প্রমাণ করতে পারবে কিনা সেই নিয়ে খুব চিন্তায় অপু। বাবা-মা আশ্বাস দেয় তার যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই, অপুর বাবাও কথা দেয়, সে যতদিন না চাইবে বিয়ের কথা উঠবে না বাড়িতে। এই কথার উপর মা খুব রেগে যান। অন্যদিকে মীরার বাড়িতে শেফালী আর্য-মীরার একসঙ্গে অনেক ছবি দেখে ঘনিষ্ঠতা আঁচ করে। রাতে আর্যকে আবার কাছে পেতে, মীরা মায়ের অবস্থান নিয়ে মিথ্যে মেসেজ করে।

আরও পড়ুনঃ টেলি অভিনেতার অবৈ’ধ সম্পর্ক ফাঁস! প্রথম স্ত্রীর অজান্তে সাংসদ কন্যার সঙ্গে চুটিয়ে সম্পর্ক, স্বামীর ফোনের বিল হাতে পেতেই স্ত্রীর চোখ কপালে! কিভাবে সামনে এলো পর’কী’য়া কাণ্ড?

সকাল হতে ফল নিয়ে আর্য মীরার বাড়িতে উপস্থিত হয়। শেফালীর সন্দেহ আরও গাঢ় হয়, সে ভাবতে থাকে মীরার সঙ্গে সম্পর্ক থেকেও আর্য অপুর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করছে। অপু ঠকে যাচ্ছে দেখে, তাকে সব জানানো সিদ্ধান্ত নেয় শেফালী। এদিকে অর্ক এখন সম্পূর্ণ সুস্থ হলেও আগের রাতের কোনও ঘটনা তার মনে নেই। মানসী প্রশ্ন তোলে, কি ওষুধ খায় অর্ক যাতে তার স্মৃতিশক্তি নষ্ট হচ্ছে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।