বাংলা টেলিভিশনের এক সময়ের অন্যতম জনপ্রিয় মুখ ‘সুদীপ্তা রায়’ (Sudipta Roy)। যদিও বর্তমানে কোনও ধারাবাহিকে অভিনয় করছেন না তিনি, তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, খুব তাড়াতাড়িই আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন তিনি! দর্শকের কাছে ‘আশালতা’ নামেই পরিচিত এই অভিনেত্রী এখনও মানুষের স্মৃতিতে উজ্জ্বল। খুব বেশি ধারাবাহিকে কাজ না করলেও, যে ক’টি করেছেন তার প্রতিটিতেই ছাপ ফেলেছেন নিজস্ব অভিনয় দক্ষতায়।
সুদীপ্তার অভিনয় জার্নি শুরু হয়েছিল নাচের মঞ্চ থেকে। ছোট থেকেই নাচ ছিল তাঁর প্রথম প্রেম। ড্যান্স বাংলা ড্যান্স-এর মঞ্চে অংশ নেওয়ার পরেই তাঁর জীবনে আসে অভিনয়ের সুযোগ। সেখান থেকেই জনপ্রিয় চ্যানেল জি বাংলার ধারাবাহিক ‘চোখের বালি’-তে সুযোগ পান, তখন তিনি ক্লাস নাইনে পড়েন। খুব অল্প বয়সেই পর্দায় পা রেখেও নিজের প্রতিভায় দর্শকদের মন জয় করে নিতে সময় নেননি। ‘ক্ষীরের পুতুল’–এ তাঁর অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
ত্রিপুরার মেয়ে সুদীপ্তা যখন অভিনয়ের সুযোগ পান, তখন নিয়মিত অডিশনে অংশ নেওয়া তাঁর পক্ষে সহজ ছিল না। কলকাতায় এসে নতুন জায়গা, নতুন ভাষা, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়া এক বিশাল চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে। বিশেষ করে ত্রিপুরার উপভাষা থেকে বেরিয়ে কলকাতার পরিশীলিত বাংলা রপ্ত করতে গিয়ে অনেক অসুবিধা হয়েছিল। কিন্তু সেই চ্যালেঞ্জকে পিছনে ফেলে নিজেকে ধীরে ধীরে গড়ে তুলেছেন দক্ষ অভিনেত্রী হিসেবে।
তাঁর এই লড়াইয়ের পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তাঁর পরিবারের, বিশেষত মায়ের। মেয়ের স্বপ্নকে বাস্তব করে তুলতে ত্রিপুরা ছেড়ে কলকাতায় পাড়ি দিয়েছিলেন মা। ভাড়া বাড়িতে থেকে নতুন জীবনের শুরু করেছিলেন তাঁরা। তাই আজ যখন সুদীপ্তা নিজের জায়গা তৈরি করে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে, তখন তিনি অকপটে স্বীকার করেন—এই জার্নির মূল কৃতিত্ব তাঁর বাবা-মায়েরই।
আরও পড়ুনঃ অপুর কাঁধে বড় দায়িত্ব, প্রেম ভুলে এখন কেরিয়ার-স্বপ্নে মন! মিথ্যে মেসেজ করে আর্যকে ফাঁদে ফেলল মীরা! স্মৃতি হারাচ্ছে অর্ক! মানসীর প্রশ্নে ধরা পড়বে গোপন রহস্য? তারাসুন্দরীর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে?
শেষবার তাঁকে দেখা গিয়েছিল– কালার্স বাংলার ‘ফেরারি মন’ ধারাবাহিকে। এবার নাকি মহালয়ার বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন তিনি। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও দর্শকের সঙ্গে তাঁর যোগাযোগ কখনও ছিন্ন হয়নি। আর সাম্প্রতিক সাক্ষাৎকারে তাঁর প্রত্যাবর্তনের ইঙ্গিত নতুন করে আশা জাগিয়েছে দর্শকের মনে। সুদীপ্তা রায় আবার ফিরবেন, এটাই যেন তাঁর ছোটপর্দার অনুরাগীদের অপেক্ষার প্রহর গোনার নতুন কারণ।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।