জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

এবার কি নায়িকার বদল? ‘মিত্তির বাড়ি’-তে আসছেন নতুন মুখ, বদলাচ্ছে গল্পের মোড়!

বাঙালি দর্শকের ছোটপর্দা মানেই প্রতিদিন সন্ধ্যাবেলায় কিছু চেনা মুখ আর চেনা গল্পের আবেগে ডুবে যাওয়া। সেই ধারাতেই ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে পৌঁছচ্ছে ‘মিত্তির বাড়ি’। আদৃত ও পারিজাতের অভিনয়ে ভর করে এই ধারাবাহিক ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। নিত্য নতুন চমকে টিআরপি তালিকাতেও জায়গা পাকা করছে এই মেগা। তবে এবার একেবারে বড় চমক আসতে চলেছে এই ধারাবাহিকে—গল্পে ঢুকছে এক নতুন মুখ, যা ঘুরিয়ে দিতে পারে গোটা প্লটের মোড়।

নতুন এই চরিত্রের নাম ‘তন্বী বোস’, যে একেবারে নতুন মাত্রা যোগ করতে চলেছে ‘মিত্তির বাড়ি’-র কাহিনিতে। এই চরিত্রের হাত ধরেই আসতে পারে চমকপ্রদ সব পরিবর্তন। ইতিমধ্যেই সিরিয়ালের নির্মাতারা তার নতুন লুক প্রকাশ্যে এনেছেন। যদিও চরিত্রটি ইতিবাচক (Positive) না নেতিবাচক (Negative), তা এখনও গোপন রাখা হয়েছে। দর্শকদের কৌতূহল বাড়িয়ে রাখতে এই রহস্য ধরে রাখার কৌশল নিঃসন্দেহে সফল।

এই ‘তন্বী’ চরিত্রে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার পরিচিত মুখ সংঘশ্রী সিনহা মিত্র। যাঁকে একাধিক বাংলা ধারাবাহিকে দেখা গেছে ইতিমধ্যেই। শুধু তাই নয়, ওটিটি প্ল্যাটফর্মেও তিনি বেশ পরিচিত নাম। তাঁর অভিনয়ের দক্ষতা বহুবার প্রশংসিত হয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার সেই অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা নিয়ে তিনি পা রাখতে চলেছেন ‘মিত্তির বাড়ি’-তে।

শুধু বাংলা নয়, সম্প্রতি বলিউডেও কাজ করেছেন সংঘশ্রী। তিনি রীতেশ দেশমুখের সঙ্গে একটি প্রজেক্টে যুক্ত হয়েছেন। বলিউডে কাজের অভিজ্ঞতা যে তাঁর কেরিয়ারে নতুন মাত্রা যোগ করেছে, তা বলাই বাহুল্য। সেই অভিজ্ঞতার ঝলক এবার দেখা যাবে মিত্তির বাড়ির পর্দায়। দর্শকের প্রত্যাশা, তাঁর আগমন ধারাবাহিককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ ত্রিপুরা থেকে টলিপাড়ায়, মা-র হাত ধরেই অভিনয় জগতে উঠে আসা সুদীপ্তার! ‘চোখের বালি’ থেকে ‘ফেরারী মন’— আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী! মহালয়া দিয়েই প্রত্যাবর্তনের ইঙ্গিত সুদীপ্তার? কোন চ্যানেলে হচ্ছেন মহিষাসুরমর্দিনী?

তবে প্রশ্ন একটাই—এই নতুন চরিত্র গল্পকে কোনদিকে নিয়ে যাবে? আদৃত ও পারিজাতের জীবনে কি নতুন টানাপোড়েন আনবে তন্বী? না কি সে হবে গল্পের কোনও গোপন অস্ত্র? এসব প্রশ্নের উত্তর পেতে এখনও কয়েকটি পর্ব অপেক্ষা করতে হবে দর্শকদের। তবে নিশ্চিতভাবে বলা যায়, সংঘশ্রীর উপস্থিতি এই ধারাবাহিকের প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। ‘মিত্তির বাড়ি’ যে আরও জমে উঠতে চলেছে, তা বলাই যায়!

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।