কখনও পর্দায়, কখনও থিম ফটোশ্যুটে, আবার কখনও পূজোর সময় অভিনেত্রীদের দেবী রূপে দেখা নতুন নয়। কিন্তু এবার এমন এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে এক মুহূর্তের জন্য বোঝাই যাচ্ছে না যে এটা মানুষ না দেবী! চোখ বন্ধ করে বসে থাকা সেই রূপ যেন একেবারে কালী মা স্বয়ং। এমন সাজে জনপ্রিয় এক বাংলা সিরিয়ালের অভিনেত্রী, যাঁকে প্রথম দেখায় চিনে নেওয়া কার্যত অসম্ভব!
সম্প্রতি এই ছবি শেয়ার করা হয়েছে মেকআপ আর্টিস্ট মুক্তি রায়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ছবির ক্যাপশনে লেখেন, “ফোন ঘাঁটতে ঘাঁটতে পেলাম। মোবাইলে তুলেছিলাম shoot এর সময়। চোখ বন্ধ করে যে বসে আছে সে হলো শ্রুতি দাস।” তবে তিনি নাম না লিখলেও ছবি দেখেই অনেকে অনুমান করেছেন, এই রূপে যিনি রয়েছেন, তিনি বাংলা টেলিভিশনের চেনা মুখ।
ছবিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি আর কেউ নন, শ্রুতি দাস। যাঁকে দর্শক একাধিক জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে চেনেন। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকে তাঁর অভিনয় নজর কেড়েছিল গোটা বাংলার। তারপর ‘দেশের মাটি’ ও ‘রাঙা বউ’-তেও দেখা গিয়েছে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে। শুধু ধারাবাহিক নয়, শ্রুতি কাজ করেছেন সিনেমা এবং ওয়েব সিরিজেও। বহু চরিত্রে নিজেকে ভেঙে নতুন নতুন রূপে ধরা দিয়েছেন তিনি।
এই ছবিতে শ্রুতি দাসকে দেখা গিয়েছে ভবতারিণী মা অর্থাৎ একপ্রকার কালী মায়ের রূপে। চোখ বন্ধ করে গভীর তপস্যার ভঙ্গিমায় বসে আছেন তিনি। গায়ে সিঁদুর রাঙা রঙ, গয়নায় পরিপূর্ণ সেই সাজ যেন আর পাঁচটা দেবীর মূর্তি নয়— একেবারে জীবন্ত দেবী! মেকআপ, কস্টিউম এবং ফোটোগ্রাফির নিখুঁত সমন্বয় ছবিকে করে তুলেছে অতুলনীয়।
আরও পড়ুনঃ “আমি ‘দিদি নম্বর ১’ করতে চাইনি, জোর করে করানো হয়েছিল!” — রচনার বি’স্ফোর’ক স্বীকারোক্তি! প্রিয় ‘দিদি’র স্বীকারোক্তিতে তোলপাড় ইন্ডাস্ট্রি! ভক্তরাও হতবাক! কেন এমন বললেন অভিনেত্রী?
ছবি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা। অনেকেই লেখেন, “এ যে সাক্ষাৎ মা!” কেউ আবার বলছেন, “এত সুন্দরভাবে দেবী রূপ ফুটিয়ে তোলা যায় ভাবতেই পারিনি।” শ্রুতির এই অনন্য রূপে ধরা দেওয়ার কৃতিত্ব যেমন তাঁর নিজের অভিনয় ক্ষমতার, তেমনি প্রশংসা প্রাপ্য মুক্তি রায়ের মতো দক্ষ মেকআপ আর্টিস্টেরও। দর্শকদের একটাই কথা— এই ছবিটি শুধু ভাইরাল নয়, বাংলা সিরিয়ালের সৌন্দর্য ও দক্ষতার এক নতুন নিদর্শন।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।